• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ঘরে বসেই ফ্রিল্যান্স মার্কেট উপযোগী গ্রাফিক্স ডিজাইন শিখুন।(ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল) পর্ব-৪

আসসালামু আলাইকুম,আগের পর্বে আমি ফটোশপ বেসিক টিউটোরিয়াল পর্ব ১ থেকে তিনটা টিউটোরিয়াল এর লিংক দিয়েছিলাম। এবার আপনারা দেখতে পারবেন পটোশপ বেসিক টিটোরিয়াল বেসিক পর্ব-৪। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন এই পর্বটা দেখার আগে অবশ্যই আগের পর্ব গুলো দেখে নিবেন। আর একটা কথা অবশ্যই জানাবেন যে, আমার এই টিউটোরিয়াল গুলো আপনাদের ভাল লাগে কিনা?

এর প্রথম থেকে তৃতীয় পর্ব গুলো দেখতে এখানে ক্লিক করুণ।

এই টিউটোরিয়াল এর পর্ব-৫ এ যেতে এখানে ক্লিক করুণ।

ফটোশপ বেসিক টিউটোরিয়াল পর্ব-৪

[youtube _TdLFoy7uwA?modestbranding=1&rel=0 nolink]

আর আমার সাথে সর্বদা থাকতে টেকএলার্মবিডি এর অফিসিয়াল গ্রুপে জয়েন করে এ্যাকটিভ থাকুন এখান থেকে

আমার আউটসোর্সিং পেইজ এ লাইক দিন এখানথেকে

ইনশা-আল্লাহ প্রতিদিন ই আপনাদের কে আমি টিউটোরিয়াল গুলো উপহার দিব। আমাদের দেশের আপলোড স্পিড অনেক কম । তাই আপলোড হতে অনেক সময় লাগে।

সুতরাং পরবর্তী টিউটোরিয়াল গুলো পাওয়া পর্যন্ত আমার সাথেেই থাকুন। আপনাদের শুভ কামনায় আজ এখানেই বিদায়।

সতর্কবার্তাঃ আমার টিউটোরিয়ালগুলো সম্পূর্ণ জনস্বার্থে।  কেউ এই গুলো সিডিতে করে বাজারজাত করার চেষ্টা করবেন না । আর সকলের উদ্দেশ্যে বলছি কেউ এই টিউটোরিয়াল এর বাজারজাত হতে দেখলে অবশ্যই আমাকে জানাবেন।

ফেইসবুকে আমি

One thought on “ঘরে বসেই ফ্রিল্যান্স মার্কেট উপযোগী গ্রাফিক্স ডিজাইন শিখুন।(ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল) পর্ব-৪”
  1. মিথিলা কম্পিউটার ট্রেনিং সেন্টার, বাঘা, রাজশাহী, বাংলাদেশ। ধারবাহিক সাজেসন তালিকা দরকার। মাইক্রোসফট ওয়ার্ড ,‌এক্সেল, অ্যাক্সেস। এই জন্য সহজোগিতা দরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *