• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কম্পিউটারে ধারাবাহিকভাবে MS Word শিখি {নতুন শিক্ষার্থীদের জন্য} পর্ব-১

Byমো: রাসেল

Oct 21, 2013

সালাম ও শুভেচ্ছা আমিওপারির  সকল পাঠক ও লেখকবৃন্ধদের। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমিওপারির কম্নপিউটার শিখী নতুনদের জন্য কলামটি কম্পিউটারের কিছু বেসিক বিষয়গুলো ধারাবাহিকভাবে এবং খুব সহজ করে লিখা হয়েছে, যা একজন নতুন শিক্ষার্থী খুব সহজেই বিষয়গুলো শিখতে পেরেছেন বলে আমার বিশ্বাস। আর নতুন শিক্ষার্থী দের জন্য আমি আজকে থেকে শুরু করবো ধারাবাহিকভাবে Microsoft Word শেখার পর্বগুলো। আশা করি আগ্রহী নতুন শিক্ষার্থীরা পর্বগুলো অনুসরন করে খুব সহজেই এ প্রোগ্রামটি শিখতে পারবেন।তাঁর আগে জেনে নেই এই প্রোগ্রামটি কি এবং আপনার কি কাজে লাগবে? আসলে বর্তমানে এই প্রোগ্রামটি সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আপনি কম্পিউটারে কোন কিছু লিখতে চান তাহলে আপনাকে এটি দিয়ে করতে হবে, সকল অফিস আদালদ থেকে শুরু করে আমাদের প্রতিটি নিত্য নতুন কাজ গুলো কম্পিউটারে এই প্রোগ্রাম টি দিয়ে করা হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন এই কতো দাপট। একটি চিঠি লেখা থেকে শুরু করে আপনার কাজের কন্ট্রাক্ট,যেকোনো কাগজ পত্রে যে সব টাইপ করা লেখা দেখে থাকেন তাঁর ৯০% কাজ এই প্রোগ্রাম দিয়ে করা হয়ে থাকে। কাজেই আপনি কম্পিউটার শিখতে চান আর এই প্রোগ্রাম ব্যবহার করতে পারেন না? তা কোন ভাবেই মেনে নেয়া যায় না।কাজেই আমি আপনাদের জন্য আমিওপারির পক্ষ থেকে এই প্রোগ্রাম নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সব গুলো বিষয় নিয়ে খুব সহজে আলোচনা করব।তাহলে বন্ধুরা আর দেরি কেন? আসুন মহান আল্লাহ্‌র নাম নিয়ে শুরু করা যাক। আজকে আমরা প্রথম পর্ব শুরু করবো।

একনজরে দেখে নেই কি কি থাকছে এ পর্বে-

১- এম. এস- ওয়ার্ড কি?
২- এম. এস- ওয়ার্ড চালুকরন
৩- ফাইল কিভাবে সংরক্ষন করতে হয়?
৪- কিভাবে এম. এস- ওয়ার্ড বন্ধ করা যায়?
৫- সংরক্ষন করা ফাইল কিভাবে খুলতে হয়?

১- এম. এস- ওয়ার্ড কি? What Is MS-Word?
আমেরিকার বিখ্যাত মাইক্রোসফ্ট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত Microsoft Word -কে সংক্ষেপে MS-Word বলে। তা Windows -এর অধীনে একটি ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম। MS-Word দিয়ে লেখালেখির যাবতীয় কাজ ছাড়াও বিভিন্ন ধরনের Drawing -এর কাজ করা যায়।

২- এম. এস- ওয়ার্ড চালুকরন How To Open Microsoft Word?
প্রথমেই Start Menu তে ক্লিক অথবা Keyboard থেকে Win Key তে ক্লিক করি।
All Programs কিংবা Programs এ ক্লিক করি
Microsoft Word ক্লিক করি

নিচের এই চিত্রে সবগুলো বার এর নাম লেখা হয়েছে

৩- ফাইল কিভাবে সংরক্ষন করতে হয়? How To Save A File?

সংরক্ষন কিংবা Save করতে মেনু বার থেকে File এ ক্লিক করে Save অপশন এ ক্লিক করি, এখন Save নামে একটি ডায়লগ বক্স আসবে File name বক্সে যে কোন একটি নাম দিয়ে Save বাটনে ক্লিক করি।
৪- কিভাবে এম. এস- ওয়ার্ড বন্ধ করা যায়? How To Close Microsoft Word?
বন্ধ কিংবা Close করতে মেনু বার থেকে File এ ক্লিক করে Close অপশন এ ক্লিক করি, এখন Save করার জন্য Yes অথবা No বক্স আসবে। যদি Yes করি তাহলে Save ডায়লগ বক্স থেকে File name বক্সে যে কোন একটি নাম দিয়ে Save বাটনে ক্লিক করি। আর Save না করতে চাইলে No তে ক্লিক করলেই বন্ধ হয়ে যাবে।
৫- সংরক্ষন করা ফাইল কিভাবে খুলতে হয়? How To Open A Saving File?
সংরক্ষিত ফাইলকে পুনরায় চালু কিংবা Open করতে মেনু বার থেকে File এ ক্লিক করে Open অপশন এ ক্লিক করি, এখন Open ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সের File name বক্সে সংরক্ষিত ফাইলের নামটি সঠিকভাবে লিখে দিয়ে Open বাটনে ক্লিক করলেই ফাইলিট পুনরায় চালু হয়ে যাবে।

বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। খুব শিগ্রই এর দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *