• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

নিউ ইয়র্ক এ জমজমাট পিঠা উত্সব সম্পন্ন|

Bydewan chowdhury

Apr 14, 2014

গত ১৩ ই এপ্রিল রবিবার কুইন্স প্যালেস, নিউ ইয়র্ক এ বত্সরের শেষ পিঠা উত্সব সম্পন্ন হয়, পিঠা উত্সব এর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ  সোসাইটির ২ বারের নির্বাচিত প্রাক্তন সভাপতি এম এ আজিজ| অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পিঠা উত্সব এর আহব্বায়ক দেওয়ান বজলু| হল ভর্তি মানুষ বিভিন্ন সাংস্কৃতিক সংঘটনের পরিবেসনার গান ও নাচ উপভোগ করেন| অনুষ্টানে পিঠার ষ্টল গুলো ছিল লোকে লোকারণ্য| ছুট বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সকলের নজর কাড়ে| পেরেন্টস ক্লাব এর আয়ুজনেও অন্যান্য সহযোগী সংঘটনের সহযোগিতায় অনুষ্টানটি সাকসেসফুল হয়| বিশেষ অতিথি ছিলেন কামাল আহমেদ,এন. মজুমদার,নিনি ওয়াহেদ,আবুল কালাম আজাদ,ও আতাউর রহমান|অনুষ্টানের সার্বিক পরিচালনায় ছিলেন মোশাররফ হোসেন| সম্পূর্ণ অনুষ্টান টি সরাসরি সম্প্রচার করে লাইভ২ওয়েব.টিভি ও ইটিভিনিউজ২৪. কম|

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *