ইন্দোনেশিয়ার পর্যটন নগরী বালিতে শতাধিক যাত্রী নিয়ে একটি বিমান অবতরণের সময় বিমানবন্দরের রানওয়ে ছেড়ে পাশের সাগরে পড়েছে । এতে বেশ কয়েকজন আহত হলেও কেউ নিহত হয়নি।
লায়ন এয়ার বোয়িং ৭৩৭-এর একটি বিমান স্থানীয় সময় শনিবার বিকাল পৌনে ৪টায় বালির নুরা রায় বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে।
এতে আহত অন্তত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
লায়ন এয়ারের মুখপাত্র এডওয়ার্ড সিরাতি বলেন, ১০১ জন যাত্রী নিয়ে বিমানটি বান্দুং থেকে বালিতে যায়।
“কিন্তু বালির নুরা রায় বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে পৌঁছানোর আগ মুহূর্তে সেটি সাগরে পড়ে যায়।”
তান্ত্রি উইদিয়াসতুতি (৬০) নামের বিমানের এক যাত্রী বলেন, “কোনো কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে বিমানটি পানিতে পড়ে যায়।আমি বিমানের মেঝেতে গর্ত দেখেছি। আমাদের দ্রুত উদ্ধার করা হয়েছে।”
এ ঘটনায় তিনি সামান্য আঘাত পেয়েছেন বলে তান্ত্রি জানান।
দুর্ঘটনার বিষয়ে ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রণালয়ের মুখপাত্র বাম্বাং ইরভান রয়টার্সকে বলেন, বিমানবন্দরে পৌঁছানোর আগেই বিমানটি সাগরে পড়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]