• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ভাল বেতনে চাকরির প্রলোভন, ব্রাজিলে ৮০ বাংলাদেশী উদ্ধার

Byadilzaman

May 17, 2013

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া থেকে ৮০ বাংলাদেশীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। প্রতি মাসে দেড় হাজার ডলার বা বাংলাদেশী মুদ্রায় ১ লাখ ১৬ হাজার টাকার চাকরির প্রলোভন দেখিয়ে ব্রাজিলে পাঠানো হয়েছিল তাদের। দালালদের কাছে প্রত্যেকে প্রায় ৮ লাখ টাকা দিয়েছিলেন। ব্রাজিলের রাজধানীর ৬টি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। বাংলাদেশ থেকে ১৬ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে ওই ৮০ বাংলাদেশী বিনা ভিসায় প্রতিবেশী পেরু, বলিভিয়া ও গায়ানা দিয়ে প্রবেশ করেছিলেন ব্রাজিলে। একইভাবে লোভনীয় বেতনে চাকরির প্রলোভনে প্রলুব্ধ হয়ে বহু বাংলাদেশী পা বাড়াচ্ছেন। আর শেষ পর্যন্ত হচ্ছেন নিঃস্ব। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এদিকে ব্রাসিলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ খবরে বিস্ময় প্রকাশ করেছে। তদন্তের ক্ষেত্রে ব্রাজিলীয় কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। অবৈধভাবে ব্রাজিলে পাড়ি জমানো বাংলাদেশীদের উদ্ধারের পর তাদের গ্রেপ্তার করেনি বাজিলীয় কর্তৃপক্ষ। বরং তাদের শরণার্থী হিসেবে মর্যাদা পেতে আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে। এখন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ব্রাজিলের ন্যাশনাল কাউন্সিল ফর রেফুজিস সংস্থাটি। ব্রাজিলের আইন অনুযায়ী অন্য কোন দেশের নাগরিক আদম পাচারকারীদের পাল্লায় পড়ে দেশটিতে পৌঁছলে বা সেখানে মানবেতর পরিস্থিতিতে কাজ করলে, মানবিক দিক বিবেচনা করে তাকে ব্রাজিলের রেসিডেন্ট ভিসা দেয়া যেতে পারে। বিষয়টি বিবেচনাসাপেক্ষ। পুলিশ জানিয়েছে, ওই ৮০ বাংলাদেশী বেশ মানবেতর পরিস্থিতিতে সেখানে দিন কাটাচ্ছিলেন। একই ঘরে থাকতেন ২০ জন। তারা বেকার ও কোন নির্মাণ সংস্থায় কাজ খোঁজ করছিলেন। তাদের অধিকাংশই এ পরিস্থিতিতে দেশে ফিরতে চান না। মিলাদ আহমেদ (৩৫) নামের এক বাংলাদেশী অবৈধভাবে ব্রাজিলে গিয়েছিলেন সেখানে একটি পোল্ট্রি খামারে কাজ করতে। পারানা অঙ্গরাজ্যে তার যাওয়ার কথা থাকলেও, তাকে নিয়ে যাওয়া হয় ব্রাসিলিয়ায়। মিলাদ বলেন, আমি ঢাকায় ফিরতে পারি না। ঢাকায় আমার কোন চাকরি বা অর্থ-সম্পদ নেই। এখানে আমি নির্মাণ প্রতিষ্ঠান, কসাইখানা বা ভারতীয় রেস্টুরেন্ট কাজ করতে পারি। আমি যে কোন চাকরি করতে পারবো। তিনি বলেন, আমি যদি বাংলাদেশে ফিরে যাই, তবে পুলিশের হয়রানিতে পড়তে হবে আমাকে। একইভাবে কেউ কেউ দেশে রেখে গেছেন তাদের স্ত্রী, সন্তান, পিতা-মাতাকে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *