• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কোটি বাঙ্গালী সারাদেশে একযোগে জাতীয় সংগীত গেয়ে গড়লেন বিশ্বরেকর্ড। এ নিয়ে দেখুন ভিডিও-

Byমো: রাসেল

Mar 27, 2014

ইন্ডিপেন্ডেন্টটিভিঃ লাখো কণ্ঠে গাওয়া হলো জাতীয় সংগীত-আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে, দুই লাখ ৫৪ হাজার ৬৮১ জন একসঙ্গে জাতীয় সংগীত গেয়ে, বিশ্ব রেকর্ড গড়লো এদেশের মানুষ। প্রধানমন্ত্রী থেকে শুরু করে, একজন অতি সাধারণ মানুষ জাতীয় সংগীত গেয়ে হয়ে গেলেন, ইতিহাসের অংশ। হলেন গৌরবের ভাগিদার। ২৬ শে মার্চ ২০১৪ সকাল ১১ টা ২০। কোলাহল রূপ নিলো এক সুরে, এক ধ্বনীতে। বিশ্ব শুনলো লাখো কন্ঠ। যে সুরে কন্ঠ মেলালেন সরকার প্রধান থেকে শুরু করে, একজন শিক্ষার্থী, গৃহবধূ, এমন কি সাধারণ পোশাক কর্মীও। ইতিহাস গড়তে, প্রয়োজন ছিলো ভারতের ১ লাখ ২১ হাজারকে টপকে যাওয়া। সকাল সাড়ে ৮ টার মধ্যে সে রেকর্ড ভেঙ্গে ফেলে বাংলাদেশ। ঘড়ির কাটায় তখনও তিন ঘন্টা বাকি। বেলা ১১ টায় জানা গেলো, দুই লাখ ৫৪ হাজার ৬৮১জন এক সাথে জাতীয় সংগীত গেয়ে গড়তে যাচ্ছেন নতুন রেকর্ড। এমন মুহুর্তে সবাইকে ধন্যবাদ জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী। এর আগে ভোর থেকে রাজধানীর সব পথ যেনো মিলেছিলো জাতীয় প্যারেড গ্রাউন্ডে। পথে ঝক্কি ঝামেলা ছিলো। কিন্তু সব কিছুই হাসি মুখে নিলেন সবাই। নিরাপত্তার বেড়া জাল, পথে ক্লান্তি, গিনেজ কর্মকর্তাদের নজরদারী- টানা ৫ ঘন্টার অপেক্ষা। কিন্তু মাহেন্দ্র ক্ষণে এসে, সব কিছু যেনো উড়ে গেলো। লাখো কন্ঠে ধ্বনীত হলো “আমার সোনার বাংলা…আমি তোমায় ভালোবাসি”।
এ নিয়ে দেখুন ভিডিও-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version