• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বাংলাদেশী তরুণদের গবেষণা : ত্রিশ টাকায় বিদ্যুৎ চলবে ৬ মাস

Byadilzaman

Apr 4, 2014

দিন দিন বেড়েই চলেছে বিদ্যুতের দাম। জনজীবনে এনিয়ে নেমে এসেছে নানা দুর্ভোগ। এ দুর্ভোগ লাঘবে ব্রাহ্মণবাড়িয়ার তরুণরা জানিয়েছে মাত্র ৩০ টাকায় ৬ মাস বিদ্যুৎ চলবে।
এজন্য বাড়তি কোন খরচ গুনতে হবে না গ্রাহককে। এমন প্রজেক্ট উপস্থাপন করে ১ম স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউট স্কিল কম্পিটিশনে ইলেক্ট্রো- মেডিকেল শিক্ষার্থীরা।
‘লোডশেডিং এর অস্থির অবস্থায় স্বস্তির নিঃশ্বাস নিয়ে আমরা’- শিরোনামে এ প্রজেক্ট উপস্থাপন করা হয়। সোহেল রানা, নাসরিন সুলতানা সুমি, নাজমুল, পিয়াস ও তৌকিরকে নিয়ে গঠিত সদস্যরা জানান, তাদের প্রজেক্ট বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষের জন্য বিদ্যুৎ সমস্যা আর থাকবে না। বাঁচবে কাড়ি কাড়ি অর্থ।
রোববার বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রজেক্ট উপস্থাপন করে ১৫টি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version