• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বরাবরের মতো এবারেও ইতালির রোমে ব্যাপক আয়োজনে পালিত হতে যাচ্ছে চাইনিজদের নববর্ষ বা Happy New Year ২০১৪

ByLesar

Jan 23, 2014

রোমে প্রতিবছরি চাইনিজরা নিজের দেশের সংস্কৃতিকে প্রবাসের মাটিতেও ধরে রাখতে পালন করে যায় তাদের নববর্ষ বা Happy New Year অনুষ্ঠান। যেখানে রোমের কোমুনিও ওদের সকল ধরনের সাহায্য সহযোগিতা সহ ওদের সাথে অংশ গ্রহণ করে থাকে। চাইনিজরা তাদের এই নববর্ষ কে পালন করেনিতে নানান ধরনের আকর্ষণীয় কাজ কর্মের আয়োজন করে থাকে তার মদ্ধে সকলের দৃষ্টি কেঁড়ে নেওয়ার মদ্ধে রয়েছে লাল রঙ্গের লণ্ঠন জ্বালানো,বিভিন্ন আকর্ষণীয় ও হরেক রকমের আতশবাজি, ড্রাগন ও সিংহের নাচ প্রদর্শন সহ ইত্যাদি। আসছে ২৫-০১-২০১৪ রোজ শনিবার ইতালির নগরী রোমে Piazza del Popolo নামক এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চাইনিজদের নববর্ষ অনুষ্ঠান ২০১৪,যারা ওদের বিভিন্ন কর্মকাণ্ড দেখতে ভালবাসেন তারা সেখানে গিয়ে অংশগ্রহণ করতে পারেন। এখানে চাইনিজ গত বছরের পালিত অনুষ্ঠানের একটি ভিডিও তুলে দেওয়া হলঃ

[youtube qrBqAl7Kidc?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

One thought on “বরাবরের মতো এবারেও ইতালির রোমে ব্যাপক আয়োজনে পালিত হতে যাচ্ছে চাইনিজদের নববর্ষ বা Happy New Year ২০১৪”
  1. ভাই আপনারা কি বলতে পারেন আমাদের ডিজিটাল passpot জন্য আবেদন করলে এত দেরি করে ডেট দিসসে কেন, কাল আমি দতাবাস এ গেলাম তাদেরকে জিগাসা কর্লাম ভাই আমারা এই আনালক দিয়ে কি ২০১৬ তে দেশে জেতে পারবো ।তারা বলল না।তাহলে কি আমরা দেশে যাব না। ডেট তা কিভাবে তারাতারি লয়া জায়।যদি জানেন তাহলে একটু জানালে ভাই ভাল হতো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *