• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কাজের অফার বরফ বা নেভে পরিস্কার করা, প্রতিদিন ১০০ থেকে ১২০ ইউরো করে পেমেন্ট।

ByLesar

Jan 19, 2014

গরম বা গ্রীষ্ম কালে যেমন কৃষি কাজের জন্য লোক খোঁজা হয় তেমনি শীতের সময় রাস্তার বরফ পরিস্কার করার জন্য চলছে আগ্রহী কর্মী খোঁজা, তবে যেহেতু এই কাজ অন্যান্য কাজের চেয়ে একটু কঠিন তাই এর পেমেন্ট ও কিন্তু বেশ ভালো। ইতালির নামকরা প্রতিষ্ঠান Amsa (Azienda Milanese Servizi Ambientali) যারা Basiglio, Bresso, Buccinasco, Novate Milanese, Pero, Rho, Segrate, San Donato Milanese, Settimo Milanese e Trezzano sul Naviglio এই সমস্ত এলাকার রাস্তার দায়িত্তে রয়েছে। Amsa প্রতিষ্ঠানটি ইতালির A2A নামক হাইওয়ে এর দায়িত্তে রয়েছে যাতে ৩,৩০০ কর্মী কাজ করে এবং তারা এলাকা ভিত্তিক সর্বমোট ২৬৮ কিমি রাস্তার বরফ পরিস্কার করে থাকে। Amsa এবারের শীতেও অনেক কর্মীকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে। যেখানে কর্মীরা দিনে সর্বোচ্চ ৮ ঘণ্টার কাজ করার সুযোগ পাবে এবং যারা দিনের বেলা কাজ করবে তাদের দিনপ্রতি ১০০ ইউরো করে পে করা হবে ও যারা রাতের বেলা কাজ করবে তাদের ১২০ ইউরো করে পে করা হবে। আগ্রহী ব্যক্তিদের এই কাজের জন্য আবেদন করতে হলে Amsa-র অফিসিয়াল সাইটে গিয়ে রেজিস্ত্রেশন করার মাধ্যমে তাদের Cv বা জীবন বিত্তান্ত পাঠাতে বা জমা দিতে হবে। Amsa-র অফিসিয়াল সাইতে যেতে এখানে ক্লিক করুন। সেখানে হাতের বামে Invio curriculum নামে একটি মেনু রয়েছে সেখানে ক্লিক করলে আপনাকে রেজিস্ত্রেশন করার বিস্তারিত তথ্য দেওয়া হবে এবং আপনার Cv প্রেরন করার অপশন দেওয়া হবে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *