• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালি প্রবাসীরা জেনে নিন ইতালিতে Codice Fiscale এর নতুন ধরন।

Byমো: রাসেল

Dec 25, 2013

প্রিয় আমিওপারি পাঠকবৃন্ধ প্রথমে আপনাদের সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। ইতালিতে নতুন এসেছেন এমন অনেক প্রবাসীরাই আমিওপারিতে ইমেইল করেছেন Codice fiscale সম্পর্কে জানতে চেয়ে। যেমন – Codice fiscale কি? কিভাবে Codice fiscale তৈরি করতে হয়? এটা দিয়ে কি কি করা যায়?

Codice fiscale এর অর্থ হচ্ছে ট্যাক্স কোড বা আলফানিউমেরিক কোড। যা আমাদের সবার কাছেই রয়েছে। যা একটি ট্যাক্স প্রশাসন এবং নাগরিকদের সনাক্ত করতে ব্যবহার করা হয়। এই কার্ড এর নাম্বারের উপর ভিত্তি করে সরকার আপনার সব কিছুর হিসাব রেখে থাকে, যেমনঃ আপনি যখন কোন কাজ করেন সেই কাজ বাবদ আপনার নামে যে ট্যাক্স আসে তা এই নাম্বার এর মাধ্যমে সনাক্ত করা হয়,আপনি যখন ব্যাংকে কোন অ্যাকাউন্ট খুলবেন তখন সেখানে এই নাম্বারের উপর ভিত্তি করে আপনার অ্যাকাউন্ট খুলা হবে, আপনি যখন চিকিৎসা করাতে যাবেন সেখানে তারা আপনাকে এই নাম্বার দিয়ে সনাক্ত করবে এক কথায় সর্ব ক্ষেত্রে এর ব্যবহার হয়ে থাকে।
ইতালিতে এখন পর্যন্ত যে সকল Codice fiscale ধারাবাহিক পরিবর্তন হয়েছে বা বিগত কার্ড গুলো কেমন ছিল এ সর্ম্পকে বিস্তারিত জানতে আমিওপারিতে প্রকাশিত এই পোষ্ট এ ক্লিক করে জানতে পারবেন আরো অনেক কিছু।

যাই হোক আজকে আমরা যে বিষয়টি ইতালিতে আসা নতুন প্রবাসীদের প্রশ্নের উত্তরে জানাবো তা হলো বর্তমানে আমরা যারা বৈধ ভাবে ইতালিতে প্রবেশ করেছি তাদের প্রত্যেকেরই Codicefiscale তৈরি নিয়ে নিজেদের কোন চিন্তা করার দরকার পড়ে না। এর কারণ বর্তমানে যারা ইতালিতে আসছেন তাদেরকে এখানকার সৌজন্য গ্রহন করার নিয়ম অনুযায়ী প্রথমেই তাদেরকে Ministero del Interno তে সাক্ষত করে সেখান থেকে প্রয়োজনীয় কিছু কাগজ পত্র গ্রহন করতে হয়। তখন Ministero del Interno অফিস থেকে তারা সকল সাক্ষাত কারীর যাবতীয় তথ্য তাদের ডাটাবেজে এন্ট্রির মাধ্যমে রেজিষ্ট্রেশন করেন এবং তখনই Certificato di Attribuzione Del Numero Di Codice fiscale নামে একটি কাগজ দিয়ে থাকে। এবং তারা আপনাদের বেশ কিছু কাগজ দিয়ে সেই কাগজ গুলো পোস্ট এর মাধ্যমে প্রেরণ করতে বলে!! আপনার সৌজন্য পাওয়ার জন্য। আর সেই কাগজ গুলোর মধ্যে থাকা একটি কাগজের মধ্যেই রয়েছে আপনার সেই কাঙ্ক্ষিত Codicefiscale এর নাম্বার, যা অনেকে বুঝতেই পারেন না।

সেখানে নানা রকম কাগজের সাথে ওরা আপনাকে আপনার Codicefiscale এর নাম্বার সহ একটি কাগজ দিয়ে থাকে। যাই হোক কিভাবে আপনি সেই কাগজ গুলো থেকে আপনার Codicefiscale এর নাম্বারের কাগজ টি সনাক্ত করবেন তার একটি ছবি নিচে দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়া হল। নিচের ছবিতে হাতের বাম পাশে দেখুন Numero di Codice Fiscale বক্সের নাম্বারটিই হচ্ছে আপনার  Codice fiscale নাম্বার যা ইতালিতে প্রয়োজনীয় সকল যায়গায় ব্যবহার করা যাবে।

এবং এই Certificato di Attribuzione Del Numero Di Codice fiscale দিয়ে Tessera Sanitaria কার্ড এর জন্য আবেদন করা যাবে যা কিনা Codice fiscale কার্ড হিসেবে পরিচিত। কিভাবে এবং কোথায় গিয়ে এটি করতে হয় তা নিয়ে আমিওপারিতে আর একটি পোস্ট রয়েছে চাইলে এখানে ক্লিক করে পড়েনিতে পারেন। নিচের চিত্রে  Codice fiscale এর বিপরীত নতুন Tessera Sanitaria নামক যে কার্ডটি দেওয়া হয় তা দেখানো হয়েছে-

এই কার্ডটি থাকার সুবিধাগুলো হচ্ছে এটি দিয়ে বিভিন্ন ফার্মেসি কিংবা যে কোন মেডিছিন বক্স থেকে সয়ংক্রিয়ভাবে মেডিসিন কেনা যাবে, বিভিন্ন তাবাক্কি জাতীয় অটোবক্স থেকে দিয়াশলাই ও সিগারেট ক্রয় করা সম্ভব হবে। আর একটি গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে এই Tessera Sanitaria কার্ডটি দিয়ে বয়স নির্ণয় সহজ বিধায় এটি দিয়ে যাদের বয়স ১৮ বছর এর নিচে মানে অপ্রাপ্ত বয়স্ক কেউ এটার অপব্যবহার করতে পারবে না। যেমন- এ কার্ডটি দিয়ে কেউ অটোবক্স থেকে সিগারেট কিনতে গেলে সে যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে হাজার চেষ্টা করে সে সিগারেট ক্রয় করতে পারবে না। এছাড়া এ সমস্ত আরও অনেক ক্ষেত্রে এই কার্ডটি যথোপযোগী ব্যবহার করা সম্ভব হয়ে থাকে। সুতরাং ইতালিতে বসবাসকারী সকলেই এই কার্ড ব্যবহারে বিশেষ সুবিধা গ্রহন করে থাকে। উল্লেখ্য বর্তমানে এই Tessera Sanitaria কার্ড টি পূর্বে ব্যবহ্রিত Codice fiscale কার্ড এর পরিবর্তে ব্যাবহার করা হত। বন্ধুরা আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। আর আপনাদের যদি কোন প্রস্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট এর মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের সাহায্য করতে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *