• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

Please-Help-Me-Now

সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের কাছে একটি বিষয়ে সাহায্য চাইবো।
আপনাদের সাথে share করছি,,,,,,
আমি ফেব্রুয়ারি ২০১২ সালে ইতালিতে এসেছি (ফ্যামিলী visa, under 18).
But ইতালিতে আমি যখন আসছি তখন আমার বয়স ১৮ বছর ১০দিন।
আসার সপ্তাহ খানেক পরে কার্তা soggiorno এর জন্য apply করি। finger print নেওয়ার পর আমাকে তারা ৪০ দিন এর সময় দেয়। But আমাকে soggiorno দেওয়া হয় ২ বছরের। আমি কার্ড পাওয়ার পর আমার বাবা একেবারে দেশে চলে গেছে। এখন এই বিষয়ে আমি কি করতে পারি ।
আমি কার্তা soggiorno এর টকা pagare করেছি।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার তথ্য তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজের ভিতর লুকায়িত প্রতিভা, নিজে জানুন এবং অন্যকে জানান ও নিজেকে আবিষ্কার করুণ। ]]

২১ thoughts on “সাহায্য চাই”
  1. Dear Fayhan ইতালীর আইন অনুযায়ী কার্তা soggiorno এর জন্য আপনাকে ৫ বছর অপেক্ষা করতে হবে । এটি সুধু আপনার জন্য নয় এই আইন সবার জন্য । আর আপনি কার্তা soggiorno পাওয়ার জন্য যে টাকা জমা দিয়েছিলেন সেটা আপনার নাজানার কারণে দিয়েছেন তাই এখানে ওদের কিছু করার নেই বা ওদের কোন দোষ নেই। আপনি তখনি কার্তার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনার soggiorno মেয়াদ পরিপূর্ণ ৫ বছর পূর্ণ হবে। ধন্যবাদ

    1. ইতালি তে আসা অনেক সহজ, ইতালি তে আসার জন্য আপনাকে সুধু ইন্টার পাশ হতে হবে আর ইতালি তে একজন লোক থাকতে হবে আর আপনাকে একটা কোর্স করতে হবে.

        1. @ফায়্হান.

          ইতালিতে ইএল টি এস দিয়ে ইন্টার পাস করে কোথায় ভর্তি হবে ভাই। আপনার সাবজেক্ট এর উপর নির্ভর করে আপনি কোন ইউনিভার্সিটি তে ভর্তি হতে চান তার উপর নির্ভর করে।বেশির ভাগ ক্ষেত্রেই ব্যচেলর এর জন্য কোন ইংলিশ সাবজেক্ট পাওয়া যায়না সরকারী ইউনিভার্সিটি গুলোতে।
          আর ভাই… এখানে ইতালির ভার্সিটি তে কারো থাকতে হবে। এই তথ্যটাও ভুল।ইতালি কেন পৃথিবীর কোন ইউনিভার্সিটিতেই এমন কোন রুলস নাই।কেউ পেপার করা লাগে না। আপনি সরাসরি ইতালিয়ান ইউনিভার্সিটি তে মেইল করে জেনে নিতে পারেন প্রয়োজনীয় তথ্য।এটাতে থার্ড পারসন এর কোনো ভুমিকা নেই.

          ধন্যবাদ.

  2. ইতালি ইনভাইটেশনে কিভাবে আসা যায়, কি পরিমান খরচ হবে তারপর জার্মানিতে থাকা যাবে নাকি বিস্তারিত জানাবেন প্লিজ। ইতালিতে কাজিন আছে কিন্তু তারা ১ বেডের বাসায় থাকে এবং পার্মানেন্ট জব আছে।

    1. ইতালীতে আপনি টূরিস্ট ভিসা তে আসতে পারেন। এজন্য আপনার কাজিন কে ইনভাইটেশন লেটার পাঠাতে হবে আপনার কাছে। এবং বাসার ব্যবস্থা না থাকলে কোন হোটেল এর বুকিং দেখাতে পারেন।এবং এই পুরো প্রক্রিয়াটা করতে হবে বাংলাদেশে অবস্থিত ইটালিয়ান এম্বেসির মাধ্যমে। উল্লেক্ষ্য যে, ইউরোপে টুরিস্ট ভিসাকে “শেঙ্ঘেন ভিসা” বলে। এই ভিসার আওতায় আপনি জার্মানীতে
      শুধু ভ্রমনের জন্য যেতে পারবেন।কিন্তু বৈধভাবে বসবাস করতে পারবেন না।

      ধন্যবাদ।

  3. Dear brother ,i am from busto arsizio ,my premesso di soggiorno type is protezione sussidiaria for 3 year which will expair soon.can i renew it again..i don,t know .would u help me by giving some information.sorry for bad english.
    suvas

    1. dear suvas,
      thanks for your message!
      it would be better if you can contact us for better information.we have immigration lawyar who can suggest you for renew process. Hope to hear you soon.!

      best wishes for you!

  4. টুরিস্ট ভিসায় ইতালি আসার জন্যে হোটেল বুকিং দেয়ার প্রসেসটা বিস্তারিত জানান প্লিজ।

    1. অনি, আপনি আমাদের ওয়েবসাইট এ রেজিস্ট্রি করলে বিস্তারিত জানার জন্য সব মেসেজ সংগ্রহ করতে পারবেন.
      ধন্যবাদ

  5. ভাই সালাম নিবেন আমি ২০১২সালে
    ইতালিতে গেচিলাম দীঘ ৯ মাস ছিলাম এবং কাগজ জমা দিয়াছি টাক্স পাগারে করেছি আমি চলে আসছি দেশ এ এখন আমি আবার জেতে চাই কিভাবে যাব কার সাথে যগাযগ করব জানালে উপক্রিত হব।যা

    1. ভাই JOy Hussain আপনার প্রশ্ন আমাদের কাছে পুরোপরি ক্লিয়ার না। আপনার ২০১২ তে ইতালি ছিলেন এবং বলেছেন এখানে কাগজ জমা এবং ট্যাক্স পে করেছেন। এবং শেষে আপনি দেশে ফেরত চলে গিয়েছেন। এখন জানতে চাচ্ছেন আবার কীভাবে আসবেন। যাই হোক আপনার সম্পর্কে আরো বিস্তারিত লিখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ইমেইল এড্রেসে info@amiopari.com ধন্যবাদ

  6. amar premesso di soggiorno mead ses hobe 18 feb 2015. kinto ey muhurte amar kono contact nai, ami ki va be carta joma dite parbo? amar resident er boyos 7 bosor. goto bosorer cud ase 6,500

  7. good morning sir,

    Assalamualikum, ami RIAZ MAHMOOD SHAMIM goto 20th september 2014 te student visa nia italy te asi. akhon ami permesso di soggiorno( motiv- Studio) nia asi. agami september mas ar 19 tarik amar permesso tir meyad ses hoa jabe. apni obossoi janen italy te kaj pawa khub kothin. ami akti kaj peyesi. akhon ami amr permesso renew korbo ak e sathe ar motiv change kore LAVO. subordinato korte chai…akhon ami kivhabe ki korbo r ki ki kagoj porto lagbe ai bapar a jodi aktu poramorso den tahole khub upokrito hobo.

    apnar akti positive uttor ar opekkhay asi.

    thank you

    assalamualaikum

  8. Assalamualaikum. Jonab ami jante chai.ami france taki.amar italyr normal soggiorno.ami jani miyad shesh hobar 60 dinor bitor joma diteh hoy.arekti news shunlam akon naki france teke italy ashleh r france asha jabena.please amake janaben.allah hafez

  9. আমি একটি এ্যাক্সপোর্ট গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় গত 2013 সালে সিঙ্গাপুর,মালয়েশিয়া,থাইল্যান্ড এবং নেপাল ট্যুর করেছি যেটা সম্পূর্ণই ছিলো নতুন বিজনেস করিডোর ওপেনিংয়ের জন্য।এখন আমার কোম্পানি আমাকে ইতালিতে প্রেরন করতে চাচ্ছে।। কিন্তু সমস্যা হলো ইনভাইটেশন লেটার নিয়ে এ ব্যাপারে আপনাদের তথ্য আশা করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *