• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জেনে নিন ইতালীর রোমের বড় কোসতুরা বা থানার ঠিকানা ও সময়সূচী

ByLesar

Feb 23, 2013

আমাদের প্রায় সবাই যারা ইতালীতে থাকি তাদের কোসতুরা(Questura) বা থানায় জেতে হয় কেননা ইতালীর কাগজ পেতে হলে আপনাকে সেখানে গিয়ে ফিঙ্গার প্রিন্ট সহ অন্যান্য ডকুমেন্ট জমা দিতে হবে।এবং এটি করতে হতো আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার কোসতুরাতে গিয়ে যেমন আপনি ইতালীর মিলানো শহরের কোন একটি এলাকায় থাকেন তো আপনাকে সেই এলাকার লোকাল থানায় জেতে হবে। তেমনি আমরা যারা রোমে থাকি তাদেরও ঠিক একি কাজ করতে হতো, কিন্তু বেশ কয়েক বছর ধরে রোম বাসীদের জন্য ইতালীর সরকার শুধু বিদেশীদের ডকুমেন্ট ধারী কাজের জন্য একটি আলাদা থানা বা কোসতুরা করে দিয়েছে যাতে করে আমাদের কাজ গুল ওরা তারাতারি সম্পূর্ণ করতে পারে আর এই থানার কার্যক্রম শুরু হয় রোজ বুধবার, ২৬শে মে,২০০৪ সাল থেকে। এর মানে আমরা যারা ইতালীর রোমে থাকি তারা তাদের আবাসিক পারমিট বা Permesso di soggior জাতিও কাজের জন্য (যেমনঃ নতুন আবেদন করার ব্যাপারে, নবায়ন করার ব্যাপারে সহ অন্যান্য কাজে) পুরো রোম বাসীকে এই একটি মাত্র থানায় জেতে হবে। তবে এই রকম পদ্ধতি রোমের বাহীরে এখনো চালু হয়েছে কিনা? তা আমাদের জানা নেই তবে আপনাদের কারো জানা থাকলে অবশ্যই আমাদের জানাবেন।

 

যাই হোক আমরা যারা রোমে থাকি তাদের প্রায় অনেকেই জানেন না এই থানায় কিভাবে যেতে হয় এবং এর সময়সূচী সম্পর্কে। তাই আপনাদের জন্য আমার আজকেই এই পোস্ট রোমের মেইন থানা নিয়ে। নিচে এর সময় সূচি ও বিস্তারিত দেয়া হল।

Sala Soggiorno / আবাসিক পারমিট এর সময় সূচিঃ

dal Lunedi al Venerdi: 08:30 / 11:30 (permessi di soggiorno – N.O.P. – ricongiungimenti familiari)
Martedi e Giovedi anche 15:00 / 17:00 “solo per informazioni”.

সোমবার থেকে শুক্রবার ৮: ৩০/ ১১:৩০ (ফ্যামিলি ভিসা সহ) এবং

মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৮: ৩০/ ১১:৩০ ও বিকেল ১৫:০০/ ১৭:০০ পর্যন্ত।

 

Sala Profughi/ রিফুজিদের জন্য সময় সূচিঃ
dal Lunedi al Venerdi: 08:30 / 12.30 e Lunedi ed il Giovedi:15:00 / 17:00.

সোমবার থেকে শুক্রবার ৮: ৩০/ ১২:৩০ এবং

সোমবার এবং বৃহস্পতিবার সকাল ৮: ৩০/ ১২:৩০ ও বিকেলে ১৫:০০/ ১৭:০০ পর্যন্ত।

 

Cittadinanza / নাগরিকতা বা পাসপোর্ট এর জন্য সময় সূচিঃ
Martedì e venerdì 09:00 / 12:00.

মঙ্গলবার ও শুক্রবার ৯: ০০/ ১২:০০

 

এর ঠিকানা / Indirizzo:

 Via Teofilo Patini n.23
00155 (ROMA – RM) 
telefono: 06 46863098 
Fax: 06 46863067
Email: immig.quest.rm@pecps.poliziadistato.it angolo via Salviati, nel quartiere di Tor Cervara – Tor Sapienza.

এটি তরসাপিয়ানসা বা তর চেরভারা এলাকায় পড়েছে।

 

থানায় যাওয়ার জন্যঃ

La linea 447 che parte dalla fermata metro B “Rebibbia” è stata appositamente prolungata fino a via Salviati

 আপনাকে মেট্রো বি ধরে শেষ স্টপেজ রিবিবিয়া( Rebibbia) যেতে হবে সেখান থেকে ৪৪৭ নাম্বার বাস ধরে ড্রাইভার কে বলতে হবে ( দেভ আন্দারে লা কোসতুরা সেন্ট্রালে – devo andare la questura centrale) তাহলেই ড্রাইভার আপনাকে জানিয়ে দিবে কখন আপনাকে নামতে হবে। তার পরেও আমি আপনাদের জন্য নিছে একটি ছবি দিয়ে দিলাম সনাক্ত করার জন্য ছবিতে রাউন্দ আকারে দেখানো হয়েছে ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *