• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিতে আসছে আরো শক্তিশালী ইলেক্ট্রনিক চিপ যুক্ত নতুন Permesso di soggiorno

ByLesar

Nov 9, 2013

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ প্রথমে মহান আল্লাহ্‌র নাম নিয়ে শুরু করছি। সবাই আমার সালাম গ্রহণ করবেন। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যাই হোক এবার কাজের কথায় আসি। ইতালি প্রবাসীদের পকেটে এতদিন যে Permesso di soggiorno থাকতো তার এক বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। এই নতুন Permesso di soggiorno টি হবে আরো অনেক বেশি নিরাপদ এবং অনেক বেশি তথ্যে পরিপূর্ণ। মানে নতুন এই Permesso di soggiorno টির ভিতর এর বহনকারীর সকল বিস্তারিত দেওয়া থাকবে যেমন আপনার নাম, স্থায়ী ও অস্থায়ী ঠিকানা,পাসপোর্টের সব বিস্তারিত সহ এমনকি আপনার ফিঙ্গার প্রিন্ট এর ছাপ সহ এর চিপের ভিতর সেভ করা থাকবে। এতে করে যেকোনো সময় ইতালিয়ান পুলিশ বা ইতালির বাইরে আপনার নতুন Permesso di soggiorno টি এর মেশিনে প্রবেশ করালে আপনার সম্পর্কে সব তথ্য জেনে নিতে পাড়বে যা বর্তমানের Permesso di soggiorno টিতে নেই। decreto del ministero dell’Interno sulle “regole di sicurezza relative al permesso di soggiorno” থেকে গত ১৩ নভেম্বর ২০১৩ রোজ বুধবার এই অফিসিয়াল গ্যাজেতটি প্রকাশ করা হয়েছে। তবে নতুন এই Permesso di soggiorno দেখতে অনেকটা আগের মতো হতে পারে বলে জানানো হয় এবং এটি অনেকটা একটি ক্রেডিট কার্ড এর মতো দৈর্ঘ্য ও এর ভিটর একটি ক্ষমতাশীল মাইক্রো চিপ বসানো থাকবে। এখনো এটি কবে নাগাদ বেড় হবে তার কোন নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। তবে বলা হয়েছে যে প্রথমে ইতালির কিছু কিছু নগরীতে এটি দিয়ে এক্সপেরিমেন্ত করা হবে, এবং ধীরে ধীরে পুরো ইতালিতে এর কার্যক্রম শুরু করা হবে।

এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের লিঙ্ক গুলো দেখতে পারেন।

 Decreto del ministero dell’Interno 23 luglio 2013

Personalizzazione grafica del permesso di soggiorno

Elementi biometrici contenuti nel permesso di soggiorno

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *