• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

পেরমেসসো দি সৌজর্ন্য বা আবাসিক পারমিট এর প্রকারভেদ ?

ByMumu

Nov 29, 2012

ইতালীর সরকারের দেওয়া আইন অনুযায়ী ইতালীতে বসবাস করার জন্য বেশ কয়েক প্রকারের পেরমেসসো দি সৌজর্ন্য বা আবাসিক পারমিট  রয়েছে। এগুলোর কার্যক্রম পদ্ধতি একটি থেকে অন্যটি সম্পূর্ণ ভিন্ন।ইতালীতে রেগুলার হিসেবে বসবার করার জন্য আপনাকে নিচের যে কোন একটি থাকতে হবে।উল্লেক্ষঃ আপনি ইতালীতে প্রবেশ করার ৮ দিনের ভিতর আপনাকে পেরমেসসো দি সৌজর্ন্যর জন্য প্রেফেত্তুরায় আবেদন করতে হবে যারা ভিসা নিয়ে ইতালীতে প্রবেশ করেছেন ( তবে যারা বর্ডার পার করে বা অন্য ভাবে ইতালীতে প্রবেশ করেন তাদেরকে সরাসরি থানায় গিয়ে আবেদন করতে হবে). আমাদের অনেকেই হয়তো জানতাম না যে এতো রকমের পেরমেসসো দি সৌজর্ন্য হতে পারে তাই তাদের জন্য ছোট্ট করে কিছু তথ্য।

 

পেরমেসসো দি সৌজর্ন্যর প্রকারভেদ  (TYPES OF RESIDENCE PERMITS)।

আশা করি জানতে পেরে আপনাদের অনেক ভালো লেগেছে। পরে এদের বিষয়ে কিছু বিস্তারিত লিখবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

২ thoughts on “পেরমেসসো দি সৌজর্ন্য বা আবাসিক পারমিট এর প্রকারভেদ ?”
  1. Dear Sir,
    Koyekdin holo shunsi notun soggiorno ashbe jeta diye eu er country te kaj kora jabe. akhon j soggirno deya hosse seti naki ”lavoro unico” disse. ai lavoro unico er meaning ta jodi bistarito janaten khub upokkrito hotam.

    1. Dear Md.Anwar ei bisoy niye bistarito lekha prokash kora hobe agamikal… kajey chokh rakhun amiopari.com site e….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *