• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ভুত এফ.এম/ Bhoot-FM এর প্রতিটি পর্ব শূনতে এখানে আসুন।

Byadilzaman

Jun 24, 2013

দেশের মানুষ ভুত এফ.এম/ Bhoot-FM  এর কথা শূনেনি এমন লোক খুব কমই আছে। তবে আমরা যারা প্রবাসে থাকি তাদের অনেকেই কাজের চাপে এই অনুষ্ঠানটির কথা হয়তো জানেন না। আমার অনেক পরিচিতদের দেখেছি তারা এখনো এই প্রোগ্রামটির সম্পর্কে কিছুই জানেনা। এমন অনেকেই রয়েছে তারা এর সম্পর্কে জানেনা এবং অনেকে রয়েছে যে, বন্ধু বা আত্মীয়র কাছে শুনেছেন কিন্তু কিভাবে এই প্রোগ্রামের প্রতিটি পর্ব শুনবেন তা নিয়ে অনেক চিন্তিত বা অনেক চেষ্টা করেও কোন ভালো একটি অনলাইন সাইট খুজে পাননি যেখানে খুব সুন্দর ভাবে এর প্রতিটি পর্ব দেওয়া আছে বিশেষ করে যারা নতুন কম্পিউটার ব্যবহার করছেন তারা। আসলে এই ভুত এফ এম তা কি?

ভুত এফ.এম হলো Radio foorti তে প্রতি শুক্র বার রাত ১২ তা বাজে প্রচারিত একটি ভৌতিক প্রোগ্রাম। যেখানে সরাসরি গেস্টরা উপস্থিত থেকে তাদের জীবনে ঘটে যাওয়া সকল ভৌতিক ঘটনা গুলি বলে থাকেন। যে ভাবে তাদের জীবনে ঘটনাগুলো ঘটেছে ঠিক সেইভাবে তারা উপস্থাপন করে থাকে, আর তাই খুব দ্রুত এই প্রোগ্রামটি অনেকের অনেক পছন্দের একটি প্রোগ্রাম হয়ে দারিয়েছে। আর আপনারা যারা কাজের জন্য এই প্রোগ্রামটি মিস করেন তাদের জন্য রয়েছে আমাদের সাইটে খুব সুন্দর করে সাজানো এর প্রতিটি পর্ব পুরনো থেকে নতুন যা আপনি খুব সহজে শূনে নিতে পাড়বেন।

আপনাদেরকে বিনোদনের সকল আনন্দ দেওয়ার জন্য আমাদের রয়েছে সম্পূর্ণ বিনোদনের একটি সাইট যেখানে আপনি বাংলা নাটক,ছবি,গান,ম্যাগাজিন অনুষ্ঠান  সহ আরো অনেক কিছু উপভোগ করতে পারবেন। আমাদের বিনোদন সাইটে যেতে এখানে ক্লিক করুন।

ভুত এফ.এম/ Bhoot-FM এর সকল এপিসোড শূনতে এখানে ক্লিক করুন। 

আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *