• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সতর্কবার্তা আগামীকাল ইতালির রোমে যাদের বিয়োগ সংখ্যার নেমপ্লেট এর গাড়ি তারা রাস্তায় বেড় হলে জরিমানা করা হবে

ByLesar

Dec 9, 2013

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ শুরুতেই আমাদের সালাম নিবেন।আসা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা ইতালিতে নিজস্ব পরিবহন নিয়ে চলাচল করি তাদের মধ্যে অনেকেই হয়তো জেনে থাকবেন যে ত্রাফিক জ্যাম এড়ানোর জন্য ইতালির যানবাহন মন্ত্রণালয় থকে প্রায় সময় কিছু নিজেধাজ্ঞা জারি করে থাকে আর এর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে পারি ও দিস্পারি মানে যোগ ও বিয়োগ যেটি ইতালিয়ান ভাষায় পরিচিত ‘তারগে আলতেরনে’ (Targhe Alterne) নামে। একটু ভালো করে বুঝিয়ে বলি যারা এখনো এই বিষয়টি জানেন না তাদের জন্য। আসলে পারি ও দিস্পারি বিষয়টি হল যে, কোন একটি নির্দিষ্ট দিনে ইতালির যানবাহন মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে যে আপনি ঐ দিন আপনার যোগ সংখ্যার তারগা বা নেমপ্লেট এর গাড়ি নিয়ে রাস্তায় বেড় হতে পাড়বেন না, মানে সেই দিন যাদের গাড়ির নেমপ্লেট যোগ সংখ্যার তারা গাড়ি রাস্তায় বেড় করলে মুলতা বা ফাইন করা হবে এবং সেই দিন শুধু যাদের গাড়ির নেমপ্লেট বিয়োগ সংখ্যার তারা গাড়ি নিয়ে বেড় হতে পাড়বেন। এটিই হচ্ছে পারি ও দিস্পারির ব্যপার।

তো যাদের বিয়োগ সংখ্যার নেমপ্লেট এর গাড়ি রয়েছে তাদের জন্য আগামী কাল ১০ ডিসেম্বর ২০১৩ রোজ মঙ্গলবার গাড়ি নিয়ে বেড় না হওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। সকাল ৭:৩০ থেকে রাত্র ৮:৩০ পর্যন্ত। আর যাদের যোগ সংখ্যার গাড়ি রয়েছে তারা এর পরের দিন মানে ১১ ডিসেম্বর ২০১৩ রোজ বুধবার তাদের গাড়ি নিয়ে বেড় হতে পাড়বেন না। সকাল ৭:৩০ থেকে রাত্র ৮:৩০ পর্যন্ত। কাজেই যারা নিজেদের গাড়ি নিয়ে চলাচল করেন তারা এই ব্যপারটি লক্ষ্য রেছে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *