• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির রোমে হাস্যকর হলেও সত্যি ঘুম ভাঙলো ঘরের ভিতর পাবলিক বাসের ধাক্কায়!!

ByLesar

Nov 14, 2013

রাত্রে ঘুমাতে গিয়েছেন? ঘুম ভালো হোক বা খারাপ। তবে সবাই চায় জেনো সকালটা ভালো কিছু দিয়ে শুরু হয় বা ঘুম ভাঙে জেনো মধুর কোন স্বপ্ন দেখে, মধুর কোন সুরের তালে।আর আমাদের সবার কাছে দুনিয়ার সবচাইতে নিরাপদ ও নির্ভরযোগ্য জায়গা হল নিজের বাসা মানে হোম সুইট হোম। কেননা একমাত্র এখানেই আমরা ছোট থেকে বড় হয়েছি এবং এর চাইতে নিরাপদ আশ্রয় মনে হয় না আর অন্য কোথাও পাওয়া যাবে।যাই হোক যদি এমন হয় সকালে ঘুম থেকে জেগে উঠতে হয় কোন বাসের ধাক্কায় তাহলে কেমন লাগে? হে পাঠক! এমনি হয়েছে। আসলে বিষয়টি হাস্যকর হলেও সত্যি। ইতালির নগরী রোমের লা রুস্তিকা নামক এলাকায় আজ সকাল ৭ ঘটিকায় ৫৪৩ নাম্বারের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বেরিয়ে এক বাসার দেওয়ালে ধাক্কা দেওয়ার মাধ্যমে অবসান ঘটে। এর পর্যাপ্ত কারন নিয়ে এখনো গবেষণা চলছে। তবে এ নিয়ে ইতালির বিভিন্ন পত্রিকায় হাঁসির একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই মস্কারা করে বলছেন সকালের ঘুম ভাঙল তাও আবার বাসের ধাক্কায়।হা হা হা হা !!!![[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *