• Tue. Dec ৩, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

রোমে ভ্যাটিকান সিটির কাছাকাছি একটা বাসা থেকে ১৫ জন বাংলাদেশীকে আটক করেছে ইতালিয়ান পুলিশ

Byadilzaman

Nov 2, 2013

রোমে ভ্যাটিকান সিটির কাছাকাছি সান পিয়েতরো থেকে দুই কদম এগিয়ে Via Candia নামক রোডের একটি বাসা থেকে আজ সকালে ১৫ জন বাংলাদেশিকে হাতেনাতে আটক করে ইতালিয়ান পুলিশ বেটেলিয়ানের কারাবিনিয়ারি নামক একটি গ্রুপ। বাঙ্গালীরা ৫০ মিটারের ঐ বাসাটিকে অবৈধ মালের গোডাউন হিসেবে ব্যবহার করতো এবং সেই সাথে তারা ঐ ৫০ মিটারের বাসায় এক সাথে ১৫ জন থাকতো।বাসাটির কাছেই ভ্যাটিকান সিটির সান পিয়েতরো  হওয়াতে তারা খুব সহজে সেখান থেকে অবৈধ মালামাল নিয়ে টুরিস্ত দের কাছে বিক্রি করতো, মাল শেষ হয়ে গেলে দুই কদম হেটে আবার বাসা থেকে মাল নিয়ে আসতো।পুলিশ ঘটনা স্থল থেকে ১৫ জন বাঙ্গালী সহ ৩৬৮ টি মার্কা চশমা, ছাতা এবং বিভিন্ন অবৈধ মালামাল সহ তাদের হাতেনাতে আটক করে। তাদের মধ্যে ৯ জন ইতালির বৈধ কাগজ ধারী এবং বাকীদের সবাই অবৈধ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

One thought on “রোমে ভ্যাটিকান সিটির কাছাকাছি একটা বাসা থেকে ১৫ জন বাংলাদেশীকে আটক করেছে ইতালিয়ান পুলিশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *