• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

প্রশ্নঃ আমার ইতালিয়ান PERMESSO DI SOGGIORNO দিয়ে আমি কি ইতালির বাইরে ইউরোপের অন্যান্য দেশে যেতে পারবো?

ByLesar

Sep 6, 2013

প্রশ্নঃ আমার ইতালিয়ান PERMESSO DI SOGGIORNO  রয়েছে এখন আমি জানতে চাই এটি দিয়ে কি আমি ইতালির বাইরে ইউরোপের অন্যান্য দেশে যেতে পারবো? বা পারলেও কোন কোন দেশে ভিসা ছাড়া যেতে পারবো? এ সম্পর্কে জানালে অনেক উপকার পেতাম।

উত্তরঃ মহান আল্লাহ্‌ তালার নাম নিয়ে শুরু করছি। প্রিয় আমিওপারি ডট কম পাঠক বৃন্দ ও সকল প্রবাসী ভাই-বোনেরা প্রথমেই আমার সালাম গ্রহণ করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের কাছে অনেকেই নানান রকমের প্রস্ন ও তাদের সমস্যা নিয়ে মেইল করে থাকেন কিন্তু প্রবাসের ব্যস্ত জীবনে সময় বেড় করে আপনাদের জন্য যে কাজটি আমরা করে যাচ্ছি তা কিন্তু খুব কষ্টের একটি কাজ।এবং আশা করি আপনারা আমাদের ব্যাপারটি বুঝতে পারবেন। যাই হোক যত ব্যস্তই থাকিনা কেন,আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রস্ন ও তার সমাধান দেওয়ার, তবে আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সবুর করতে হবে।

এই প্রশ্নের উত্তর ভালভাবে জানার জন্য আপনাদের প্রথমে জেনে নিতে হবে PERMESSO DI SOGGIORNO কি? এবং ইতালিতে কতো প্রকারের পেরমেসসো দি সৌজর্ন্য রয়েছে।বাম পাঁশের লেখাটিকে ক্লিক করে জেনে নিতে পারবেন। আর একটা কথা PERMESSO DI SOGGIORNO মানে আমাদের অনেকেই মনে করেন বা ধরে নেন এটিকে ওয়ার্ক পারমিট হিসেবে!! কিন্তু ব্যপারতা সম্পূর্ণ ভুল। ইতালিয়ান ভাষায় এই PERMESSO DI SOGGIORNO মানে হচ্ছে আবাসিক পারমিট,মানে আপনাকে তারা নির্দিষ্ট সময় সাপেক্ষে ইতালিতে লিগ্যাল ভাবে থাকার জন্য অনুমতি দিচ্ছে, আর এই অনুমতি অনেক রকমের হতে পারে। তবে ৮০% এর মতো বিদেশী ইতালিতে ওয়ার্ক পারমিট নিয়েই কাজ করছেন। যাই হোক এবার আসি কাজের কথায় ইতালির PERMESSO DI SOGGIORNO ধারীরা চাইলে ইতালির বাইরে সেঙ্গেন ভুক্ত ইউরোপের যে কোন দেশে ভিসা ছাড়া যেতে পারবেন। এখানে আপনাদের সুবিধার জন্য দেশ গুলোর নাম দিয়ে দিলামঃ Austria, Belgium, Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Iceland, Italy, Latvia, Lithuania, Luxembourg, Malta, Netherlands, Norway, Poland, Portugal, Czech Republic, Spain, Sweden, Slovenia, Slovakia, Hungary।

তবে এক্ষেত্রে আপনার PERMESSO DI SOGGIORNO ও পাসপোর্ট ভেলিদ থাকতে হবে, এ দুটোর একটির মেয়াদ না থাকলে আপনি ঐ দেশগুলোতে যেতে পারবেন না।উল্লেখিত দেশগুলোতে আপনি বিনা ভিসায় ইতালির আবাসিক পারমিট দিয়ে যেতে পারবেন।

আমি কতো দিন পর্যন্ত থাকতে পারবোঃ

  • ১-আপনার যদি ইতালিয়ান নরমাল PERMESSO DI SOGGIORNO থাকে মানে যেটির মেয়াদ ১ বছর ২ বছরের হয়। সেটি দিয়ে আপনি ৬ মাস পর্যন্ত ইতালির বাইরে নিজের দেশে বা সেঙ্গেন ভুক্ত ইউরোপের যে কোন দেশে অবস্থান করতে পারবেন।
  • ২-আপনার যদি ইতালিয়ান কার্টা দি সৌজর্ন্য থাকে মানে যেটির মেয়াদ অনির্দিষ্ট সময়ের জন্য হয়। সেটি দিয়ে আপনি ১ বছর পর্যন্ত ইতালির বাইরে নিজের দেশে বা সেঙ্গেন ভুক্ত ইউরোপের যে কোন দেশে অবস্থান করতে পারবেন।

৬ মাসের বেশি হলে কি করনীয়?– যদি আপনি নরমাল সৌজর্ন্য ধারী হন এবং কোন কারনে ইউরোপের অন্যান্য দেশে অবস্থান করেন তাহলে আপনাকে ৬ মাসের ভিতর পুনরায় ইতালিতে প্রবেশ করতে হবে। যদি অবস্থান কালে আপনার সৌজর্ন্যের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে মেয়াদ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ঐ দেশে অবস্থিত ইতালিয়ান দূতাবাসে গিয়ে ইতালিতে প্রবেশ করার জন্য টেম্পোরারি ভিসার জন্য অ্যাপ্লাই করে ভিসা নিয়ে ইতালি প্রবেশ করতে হবে। যেমন মনে করেন বাংলাদেশে বা ইউরোপের অন্যান্য দেশে থাকা কালীন আপনার সৌজর্ন্যে হারিয়ে যেতে পারে বা আপনার নিজের বা পরিবারের কেউ মারাত্মক অসুস্থ হয়ে যেতে পারে সে ক্ষেত্রে আপনাকে ইতালি দূতাবাসে গিয়ে সৌজর্ন্য হারিয়ে গেলে থানার জিদি করার কপি সহ আপনার ডকুমেন্ট এর কপি এবং অসুস্থ থাকলে ডাক্তারী কাজগ পত্র নিয়ে নির্দিষ্ট কারন দেখিয়ে ইতালি প্রবেশ করার জন্য ভিসার অ্যাপ্লাই করতে হবে। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি তবে আপনাদের মনে কোন প্রন্স থাকলে নিচে কমেন্ট করে আমাদের জিজ্ঞেস করতে পারেন। এর পরের পোস্ট গুলোতে আমরা আলোচনা করবো ইতালির সৌজর্ন্য দিয়ে কি আপনি বাইরের দেশে কাজ করতে পারবেন? বা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি ইতালিতে গাড়ি চালাতে পারবেন সহ আরো অন্যান্য প্রস্ন নিয়ে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

৭ thoughts on “প্রশ্নঃ আমার ইতালিয়ান PERMESSO DI SOGGIORNO দিয়ে আমি কি ইতালির বাইরে ইউরোপের অন্যান্য দেশে যেতে পারবো?”
  1. PERMESSO DI SOGGIORNO 6 মাসের দিয়ে আমি কি দেশে যেতে পারবো?

    1. PERMESSO DI SOGGIORNO ভ্যালিড থাকা পর্যন্ত আপনি দেশ সহ ইউরোপের সেঙ্গেনভুক্ত যেকোনো দেশে যাওয়া আসা করতে পারবেন। তবে অবশ্যই ইতালি প্রবেশ করার সময় আপনার ডকুমেন্টস ভ্যালিড হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *