• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

প্রশ্নঃ ইতালিতে আমি কার্তা দি সৌর্জন্য ধারী,এখন আমার পরিবার আসলে কি তারাও কার্তা দি সৌর্জন্য পাবে ?

Byমো: রাসেল

Nov 18, 2013

প্রশ্নঃ ইতালিতে আমি কার্তা দি সৌর্জন্য ধারী,এখন আমার পরিবার আসলে কি তারাও কার্তা দি সৌর্জন্য পাবে ?

উত্তরঃ প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ আসসালামুয়ালাইকুম। মহান সৃষ্টি কর্তার নামে শুরু করছি,আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাই হোক আমাদের কাছে অনেকেই মেইল ও কমেন্ট করে জানতে চেয়েছেন এই কথাটি। কাজেই আজকে আমরা এর যথার্থ উত্তর নিয়ে আপনাদের কাছে হাজির। ধরে নিলাম আপনি ইতালিতে অনেক বছর ধরে রয়েছেন এবং আপনি এখানকার কার্তা দি সৌর্জন্য ধারী। এখন আপনি আপনার স্ত্রি কে ইতালি নিয়ে এসেছেন। তো এখানে ইতালির আইন অনুযায়ী আপনার স্ত্রীর জন্য যখন পেরমেচ্ছ দি সৌর্জন্যর জন্য আবেদন করবেন তখন তাকে প্রথম বার ২ বছরের জন্য পেরমেচ্ছ দি সৌর্জন্য দেওয়া হবে এবং এর সময় শেষ হলে আবার নবায়ন করতে দিতে হবে এবং দ্বিতীয় বারও তাকে আবার ২ বছরের জন্য পেরমেচ্ছ দি সৌর্জন্য দেওয়া হবে। এভাবে আপনার স্ত্রির পেরমেচ্ছ দি সৌর্জন্যর মেওাদ টোটাল ৫ বছর হওয়ার পর সে কার্তা  দি সৌর্জন্যর জন্য আবেদন করতে পাড়বে। কাজেই আপনার কার্টা দি সৌর্জন্য থাকলেও আপনার স্ত্রী বা স্বামী কার্তা  দি সৌর্জন্য পাবেনা। তাদের কার্তা  দি সৌর্জন্য পেতে হলে ৫ বছর অপেক্ষা করতে হবে। যদি আপনাদের অন্য কোন প্রশ্ন থাকে তাহলে নিচে আমাদের কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের সাহায্য করতে। ধন্যবাদ আমাদের পরিবারের একজন সদস্য হয়ে আমাদের সাথেই থাকুন তাহলে আপনার ইতালির প্রবাস জীবনে আরো অনেক কিছু জানতে পাড়বেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...

৭ thoughts on “প্রশ্নঃ ইতালিতে আমি কার্তা দি সৌর্জন্য ধারী,এখন আমার পরিবার আসলে কি তারাও কার্তা দি সৌর্জন্য পাবে ?”
      1. Ist a se 1 year valid paisilo , then A2 certificate paise, and then carta soggiorno paise … ata kemne holo ?

        1. Eta vaggo krome hoye jete pare… karon italy akta pagoler des ekhane onek kichuy vul kore diye dey…. r vul sob deshey hoye thake… tai eta niye matha ghamiye lav nei.

  1. I am a student of Italian university . My course duration is three years after that how can i stay at Italy ? if i study here five years.after that may i able to apply for zero zero stay permit, with this student stay permit. please tell me it will be helpful for me

  2. রাসেল ভাই আপনার সাথে মোবাইলে কথা বলতে চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *