রিচার্জে থাকা আইফোনে কথা বলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চীনের জিনজিয়াং প্রদেশে মা আইলুন নামের ২৩ বছর বয়সী এক হবু বধূর মৃত্যুর খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।
অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, চীনে আইফোন রিচার্জের সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা সম্পূর্ণ তদন্ত করবে অ্যাপল। ২৩ বছর বয়সী মা আইলুন এই আগস্ট মাসেই ঘর বাঁধতে যাচ্ছিলেন। আইলুনের অকালমৃত্যু প্রসঙ্গে তাঁর পরিবার অভিযোগ করেছে, আইফোনে কল রিসিভ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন এই হবু বধূ।
এদিকে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, জিনজিয়াং এলাকার ২৩ বছর বয়সী মা আইলুনের মৃত্যুর ঘটনা তদন্ত করছে স্থানীয় পুলিশ। তবে মোবাইল ফোন দুর্ঘটনার ফলে মা আইলুনের মৃত্যু ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত করেনি তারা। এ দুর্ঘটনার পর আইলুনের ভাই এক সাক্ষাত্কারে সিনহুয়াকে জানান, মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় ফোন কল রিসিভ করতে গিয়ে আইলুন যখন তা স্পর্শ করেন, ঠিক তখনই তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। এ ঘটনার পর আইলুনের বড় বোন চীনের মাইক্রোব্লগিং সাইট সিনা ওয়েবুতে একটি বার্তা লেখেন।
বার্তায় অ্যাপলের কাছে এ দুর্ঘটনার ব্যাখ্যা চান তিনি এবং চার্জ দেওয়া অবস্থায় মুঠোফোন ব্যবহারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান। ওয়েবুর এ বার্তাটি তিন হাজারের বেশি রিপোস্ট করা হয়েছে।
এ ঘটনা জানার পর এক বিবৃতিতে অ্যাপল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে। ঘটনাটি পুরো তদন্ত করা ও পুলিশকে সহযোগিতা করার কথাও জানিয়েছে তারা।
বিবিসি জানায়, একটি এয়ারলাইনসে কাজ করতেন মা আইলুন। আগামী মাসে তাঁর বিয়ে করার কথা ছিল। আর এ উপলক্ষে বড় বোনের কাছ থেকে একটি আইফোন ৫ উপহার পেয়েছিলেন তিনি। দুর্ঘটনা যখন ঘটে, তখন আইফোনের মূল চার্জার ব্যবহার করেই চার্জ দিচ্ছিলেন আইলুন।
এ দুর্ঘটনা প্রসঙ্গে যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা বলছেন, স্বাভাবিক পরিস্থিতিতে মুঠোফোন ব্যবহারকারীদের বিষয়টি নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউশনের গবেষক উইল স্টুয়ার্ট জানান, রিচার্জের সময় মুঠোফোনের ব্যবহার সম্পূর্ণ নিরাপদ থাকা প্রয়োজন। চার্জারের আউটপুট সাধারণত খুব কম ভোল্টের হয়, যা বিপজ্জনক নয়। এ ক্ষেত্রে হয়তো চার্জারের কোনো সমস্যা বা ত্রুটির কারণে এমনটি ঘটে থাকতে পারে; আবার বিদ্যুতের মূল তারের সমস্যার কারণেও এটি ঘটতে পারে।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে গবেষকদের পরামর্শ হলো, কখনো গোসলের সময় বা ভেজা অবস্থায় চার্জার সংযোগ করবেন না, এতে তারের সঙ্গে লেগে থাকা পানি প্লাগে চলে গিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।