• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বাংলাদেশের রেকর্ডের ৪ দিনের মাথায় আরেকটি রেকর্ড করে ফেললো কাতার!!

Byexperience

Dec 25, 2013

মাত্র ৪ দিনের মাথায় বাংলাদেশের সবচেয়ে বড় মানব পতাকার রেকর্ড এর সাথে আরেকটি রেকর্ড গড়লো কাতার। ৭৯,০০০ বর্গফুট রেকর্ড ভেঙ্গে কাতার করলো ১,০১,৯৭৪ বর্গফুট মানব পতাকা। যাতে অংশ নেয় ৬০টি দেশের শিশু। এই মানব পতাকাটির আয়োজন করা হয় ১৪টি ফুটবল পিচ এর সমান জায়গা নিয়ে কাতারের রাজধানী দোহায়।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *