সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ মান্যবর রাষ্ট্রদুত এম শামীম আহসানকে সংবর্ধনা প্রদান করলো সুইজারল্যান্ড প্রবাসী বাংগালীরা । এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-নেত্রীবৃন্দ, ব্যবসায়ী সম্প্রদায় ও প্রবাসী বাংলাদেশীরা। সংবর্ধনা অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদুত তার বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআর পি) যত দ্রুত সম্ভব প্রদানের ব্যবস্থা করবেন। প্রয়োজনে জুরিখে বসবাসরত বাংলাদেশীদের সহজ উপায়ে কনস্যুলেট সেবা প্রদানের ও ব্যবস্থা করবেন । সেই লক্ষে প্রবাসী বাংলাদেশীদের সহায়তার আহবান জানান রাষ্ট্রদুত। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারী জনাব নজরুল ইসলাম, বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে আমজাদ চৌধুরী, রহমান খলিলুর, শ্যামল খান, নজরুল জমাদ্দার, মাসুম খান, মশিউর রহমান সুমন, শাহাদাত হোসেন, মোঃ রিপন প্রমুখ । উল্লেখ্য যে, মান্যবর রাষ্ট্রদুত পূর্বে ব্রাজিলের রাষ্ট্রদুত হিসেবে কর্মরত ছিলেন।
সুইজারল্যান্ডে নব্য রাষ্ট্রদুত এম শামীম আহসানকে সংবর্ধনা
অবৈধ ইমিগ্র্যান্টকে কাজ দিলে ২০ হাজার এবং বাড়ী ভাড়া দিলে ৩ হাজার পাউন্ড জরিমানা
গ্রীক শিল্পীর কন্ঠে, আমার সাধ না মিটিলো - আশা না পুরিলো
মৃত প্রবাসীদের পাসপোর্ট নিয়েও বানিজ্য করতো গ্রীসের দালাল চক্র (ভিডিও)
ফ্রান্স-এ মেলার নামে আদম পাচার বাণিজ্য ! (পর্ব-০১)
যথাযথ মর্যাদায় জার্মানীর বনে অনুষ্ঠিত হলো একুশের কর্মসূচী
নরওয়ের একটি শহরের সামান্য একটু আলোর জন্য এই পরিকল্পনা!!