• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

যথাযথ মর্যাদায় জার্মানীর বনে অনুষ্ঠিত হলো একুশের কর্মসূচী

Byrafiqul islam akash

Feb 26, 2014

জার্মানীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা বার্লিনস্থ বাংলাদেশ দুতাবাসসহ, রাজনৈতিক ও সামাজিক সংগঠন আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারী যথা যোগ্য মর্যাদায় পালন করে। ফ্রাংকফোর্টের দেশ বাংলা স্কুল ও বনের বাংলাদেশ একাডেমী আর প্রাদেশিক আওয়ামীলীগ সম্মিলিতভাবে পুষ্পস্তবক অর্পণ করে আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারী উদযাপন করে । হল ভর্তি বিভিন্ন পেশার মানুষের সামনে একাডেমীর মহা পরিচালক প্রফেসর শরীফুল ইসলামের সভাপতিত্বে পর্যায়ক্রমে আলোচনায় অংশ নেন নাজমুন হাসান বকুল, খালেকুজ্জামান,মেহেদি হাসান মুন্না, মোবারক হোসেন বকুল, সাহাবুদ্দিনি, ইয়াসমিন আলম,বিশিষ্ট সাংবাদিক আখতারুজ্জামান খান লিটন, বিশেষ অতিথি আবু জাফর স্বপন ও প্রধান অতিথি জনাব আনোয়ারুল কবির। ২১শে ফেব্রুয়ারীর গান দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটির উপাস্থাপনায় ছিলেন- তনিমা তাসনিম রানু। বাংলা ভাষা এবং কৃষ্টিকে আর্ন্তজার্তিক ভাবে টিকিয়ে রাখতে হলে বাংলাকে প্রযুক্তির ভাষায় রুপান্তরিত করতে হবে , পাশাপাশি প্রবাসে নতুন প্রজন্মের সাথে শিকড়ের বন্ধন সুদৃঢ় রাখার জন্য বাংলা চর্চ্চা খুব জরুরি বলে বক্তারা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *