ইতালির মনফালকনে থেকে এমদাদুল হক এমদাদঃ হাজার হাজার প্রবাসী দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো উত্তর ইতালীতে অবস্থিত শহর গোরেচিয়া মন ফালকনে বাংলাদেশ এসোসিয়েশনের নব নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ও জম কালো মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন রেডিও বেইজের উপস্থাপক, সাংবাদিক পলাশ রহমানকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব প্রদান করেন। পলাশ রহমানের প্রানবন্ত উপস্থাপনায় জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। পরে স্থানীয় পৌর মেয়র ও কমিশনার মোনফালকোনে বাসবাসকারী প্রবাসী বাংলাদেশদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন তাদের নব নির্বাচিত সকল সদস্যদের সবার সামনে পরিচয় করে দিয়ে বলেন এই কমিটিকে আপনারা সার্বিক ভাবে সহযোগিতা করবেন। কার্যকরী কমিটিতে যারা নির্বাচিত হলেন আষাড় মিয়া, রাহাদ কবির, নাসির, আল আমিন, আলাউদ্দিন, রুবেল হাই, ইয়াসিন, রাহিম, হারুন মিয়া, মোরশেদা বেগম ও জিল্লু মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারন সম্পাদক মোস্তাক মিয়া। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রোম থেকে আসা অতিথি শিল্পী মুনা আহমেদ, শশী, হাসান, বাবু বাঙ্গাল ও অঙ্গুর বিজয়ী ভেনিসের প্রিয়া। এছাড়াও স্থানীয় শিল্পীরা হলেন সাগর, সানু, বাপ্পী ও প্রেমা পারভেজ। নৃত্য করেন নিশিতা, রাহা ও নিতু। বিশেষ আকর্ষন ছিলো বাংলাদেশে পাওয়ার ভয়েজের শিল্পী রেশমী মির্জা।
ইতালির নগরী মনফালকনেতে বাংলাদেশ এসোসিয়েশনের নব নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ও জম কালো মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পালন।
ইতালির বোলজানোতে বাংলাদেশ পিপলস এসোসিয়েশন বোলজানোর কার্যকরী কমিটি গঠন!
জনদুর্ভোগে ইতালির উত্তর অঞ্চলের মানুষ।
ইতালির উত্তর প্রদেশ বোলজানোতে ঝিমিয়ে পরেছে বেঙ্গের ছাতার মত গজিয়ে উঠা আঞ্চলিক সভা সমিতিগুলি।
ইতালির বোলজানোতে শেষ হল ৫ দিনের “Art Exhibition” চিত্র প্রদর্শনী।
ইতালির তেরেন্তোতে বাংলাদেশ এসোসিয়েশন তেরেন্তোর মেয়াদ উর্তীন্ন হওয়ায় নির্বাচনের তফসিল ঘোষনা
ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনির ৭ বছরের কারাদণ্ড