সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ বাংলাদেশ সোসাইটি সুইজারল্যান্ড আয়োজিত বৈশাখী মেলা-১৪২১ উদযাপিত হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংগালীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন । অনুষ্ঠানের শুরুতেই- এসো হে বৈশাখ এসো এসো-গানের সাথে নৃত্য পরিবেশন করে , বাংলা স্কুল জুরিখের নৃত্যশিল্পী লামিয়া হোসাইন সুপ্রিয়া, আসনিয়া শিকদার , নিপা বড়ুয়া, সাদিয়া হোসাইন ও লাবিবা খান ।স্থানীয় শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন কবি নুর টিসু ও ইতালী থেকে আগত শিল্পী রত্না । এরপর মন্চে আসেন বাংলাদেশী স্বনামধন্য শিল্পী নিশিতা বড়ুয়া , কুমার বিশ্বজিত ও মন্চের প্রধান আকর্ষন নগর বাউল খ্যাত জেমস । দর্শক মাতানো গানের মধ্যে নিশিতা বড়ুয়ার -বন্ধু তোমায় মনে পড়ে- , কুমার বিশ্বজিতের -তোরে পুতুলের মত করে সাজিয়ে- দর্শকদের মন কেড়ে নেয় । নিশিতা ও বিশ্বজিত প্রায় তিনঘন্টা মন্চ কাঁপানোর পর মন্চে আসেন নগর বাউল । উপস্থিত দর্শকদের মন মাতানো উচ্ছ্বাস, কোমর দোলানো নাচ আর হৈ হৈ কলরবে জেমস তার প্রায় দশটি গান পরিবেশন করেন । জেমসের উল্লেখযোগ্য গানগুলির মধ্যে লেইস ফিতা লেইস, বিজলি চলে যেওনা, মা , মিরাবাঈ, পাগলা হাওয়া, দুষ্টু ছেলের দল, ভিগি ভিগি রাতে উল্লেখযোগ্য । বাংলাদেশ সোসাইটি সুইজারল্যান্ডের সভাপতি মিজানুর রহমান ও সাধারন সম্পাদক সাংবাদিক বাকী উল্লাহ খান রিপন উপস্থিত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন । কারার কাওসারের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সহযোগিতা করেন রুমানা আফরোজ হীরা, অভি, খান শিমু, জুমি হোসাইন । অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মামুন খান, ইকবাল হোসেন, মইনুল হক অপু, আলামিন শিকদার, ওবায়দুর রহমান মিঠু, সমীর কুমার রায়, স্বপন হাওলাদার, জাকির হোসেন, খান মামুন, তপু তালুকদার, রতন, সুমন, রিচার্ড, শেখ শামীম সহ আরও অনেকে । বাংলাদেশ সোসাইটি সুইজারল্যান্ডের আয়োজকরা প্রতি বছর এমন আকর্ষনীয় অনুষ্ঠান উপহার দেবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
[[ আপনি জানেন কি? আমিওপারি ওয়েব সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকেবঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন এখানে ক্লিক করে। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন বিস্তারিতু জানতে এখানে ক্লিক করুণ। ]]