• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

এবার দেখুন ইতালির নগরী রোম ও মিলানে প্রবাসীদের তৈরি বিশ্বকাপ ২০১৪-এর থিম ফ্ল্যাশ মব।

ByLesar

Mar 30, 2014

চার ছক্কা হইহই’ এর জনপ্রিয়তা ও সাফল্য দেশের সীমানা পেরিয়ে ঠাঁই করে নিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের থীম সং এই বাংলা গানে মাতোয়ারা গোটা বিশ্ব।বাংলাদেশের সব বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন এক জ্বরে ভুগছে তার নাম ICC T20 World Cup ফ্ল্যাশ মব জ্বর।এরই মধ্যে বাংলাদেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় ICC T20 World Cup এর থিম গানের উপর তাদের ফ্ল্যাশ মব নির্মাণ করে তা ইন্টারনেটে আপলোড করেছে।কে কার থেকে বেশি ভালো করেছে,কাদের ফ্ল্যাশ মব বেশি ভালো হয়েছে,কে কত লাইক পেয়েছে এসব কথা এখন সবার মুখে মুখে।নিজেদের ইউনিভার্সিটির ফ্ল্যাশ মবকে সেরা করার জন্য সবাই পরিচিত জনের কাছ থেকে ভোট চাচ্ছে। শুধু বাংলাদেশ নয় এখন দেশের বাইরেও এর ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এশিয়া ,ইউরোপ সহ বিভিন্ন দেশে অবস্থিত প্রবাসী বাংলাদেশীরাও এই জ্বরে আক্রান্ত। সবারই একি কথা কার চাইতে কে বেশি ভালো করতে পারে। তারি ধারাবাহিকটায় এবার দেখুন ইতালির প্রবাসীদের করা ফ্ল্যাশ মব। এখানে আমরা আপনাদের জন্য ইতালির নগরী রোম ও মিলানের দু’টি ভিডিও একসাথে তুলে ধরলাম। প্রিয় পাঠক আপনারাই যাচাই করুণ কেমন হয়েছে আর কাদের কিরকম ভোট দেওয়া যায়?

রোমে তৈরি করা প্রবাসীদের ফ্ল্যাশ মবঃ

[youtube 5DRP44Mi75Y?modestbranding=1&rel=0 nolink]

মিলানে তৈরি করা প্রবাসীদের ফ্ল্যাশ মবঃ

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *