• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের পূণর্গঠিত কমিটির আত্মপ্রকাশ

Byrafiqul islam akash

Mar 1, 2014

ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলা মিডিয়ার সাংবাদিকদের দীর্ঘ প্রতিক্ষিত ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত ২০১২ সালের ২৩ ডিসেম্বর প্যারিসের গার দ্যু নর্দের ক্যাফে রয়্যালে ফ্রান্স-বাংলা প্রেস ক্লাব গঠনের উদ্দেশ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৩ সালের ১ জানুয়ারী সংবাদকর্মীদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফারুক নওয়াজ খানকে আহবায়ক ও দেবেশ বড়ুয়াকে সদস্য সচিব নির্বাচিত করে নয় সদস্যের সংবিধান প্রনয়ন কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২০১৩ সালের ৫ই মে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৩ সদস্যের নির্বাচন কমিটি ঘোষনা করা হয়। যার সদস্যরা হলেন নুরুল ওয়াহিদ, দেবেশ বড়ুয়া, খান বাবু রোমেল।সভায় উপস্থিত ছিলেন, ফারুক নওয়াজ খান, নুরুল ওয়াহিদ, এম এ হাশেম, দেবেশ বড়ুয়া, মাহাবুব হোসাইন, ইমরান মাহমুদ, সেলিম চৌধুরী, শাহিন আহমেদ, ফয়সাল আহাম্মেদ দ্বীপ, খান বাবু রোমেল, আবু তাহির, সেলিম উদ্দিন, বদরুল হাসান, দেলোয়ার হোসেন সেলিম, শাখাওয়াত হোসেন হাওলাদার, নয়ন মামুন সহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উপরোক্ত নির্বাচন কমিটিকে সকলের সর্বসম্মতিক্রমে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা দেয়ার দায়িত্ব দেয়া হয়। গত বৃহস্পতিবার রাত ৮টায় প্যারিসের ষ্টেলিংগার্ড একটি রেস্তুরায় বাংলা মিডিয়ায় কর্মরত সকল সংবাদকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে সভাপতি, সাধারন সম্পাদক ও কোষাধক্ষ্য পদে নির্বাচন সম্পন্ন হয়। ফ্রান্স-বাংলা প্রেস ক্লাব নামের সংবাদকর্মীদের এ সংগঠনটির পূর্নাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে প্রবাসী সাংবাদিক নুরুল ওয়াহিদকে সভাপতি , খান বাবু রুমেলকে সাধারন সম্পাদক ও মাহাবুব হোসাইনকে কোষাধক্ষ্য নির্বাচিত করা হয়েছে। বৈঠকে উপস্থিত সাংবাদিকরা নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে আগামী এক মাসের মধ্যে ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করার আহ্বান জানান।

সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *