• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ফ্রান্সের জাতীয় পরিচয় পত্রের মেয়াদ কাল ১০ বছরের পরিবর্তে ১৫ বছরে বৃদ্ধি।

Byadilzaman

Jan 16, 2014

১লা জানুয়ারী ২০১৪ সাল থেকে ফ্রান্সের জাতীয় পরিচয় পত্রের মেয়াদ কাল ১০ বছর থেকে বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে।তবে এই নিয়ম ১৮ বছরের উর্ধ্বে প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং ১৮ বছরের নিচের অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পূর্বের ১০ বছর মেয়াদ কাল বলবৎ থাকবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে ১লা জানুয়ারী ২০১৪ থেকে এই বর্ধিত মেয়াদ কালের নতুন পরিচয় পত্র প্রদান করা হবে।প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে ২রা জানুয়ারী ২০০৪ সাল থেকে ৩১শে ডিসেম্বর ২০১৩ সালের মধ্যে যে সকল প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের ১০ বছর মেয়াদ কালের পরিচয় পত্র প্রদান করা হয়েছিল, তাদের ক্ষেত্রে পরিচয় পত্রে মেয়াদ উত্তীর্নের তারিখের কোন রকম পরিবর্তন ছাড়াই এই ৫ বছরের বর্ধিত মেয়াদ কাল স্বয়ংক্রিয় ভাবে কার্যকর করা হবে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *