• Mon. Nov ১১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

যারা প্যারিস ভ্রমণ করার কথা ভাবছেন তারা এই ভিডিওটি না দেখলে মিস করবেন।

ByLesar

Sep 9, 2014

আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বিভিন্ন দেশে ভ্রমণ করায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু সকলের পক্ষেই কিন্তু প্রতিটি দেশের বিশেষ বিশেষ জায়গাগুলো পর্যবেক্ষণ করা হয়ে উঠেনা। আর তাই আমরা আপনাদের মাঝে এমন অসাধারন একটি ভিডিও উপস্থাপন করছি যা দেখে আপনার প্যারিস সম্পর্কে সম্পূর্ণ ধারণাই পালটিয়ে যাবে। Paul Richardson নামে এক পর্যটক ফ্রান্স এর নগরী প্যারিসে তিন সপ্তাহের মতো অবস্থান করেন এবং সে তার ক্যামেরা দিয়ে প্যারিস এর আকর্ষণীয় পর্যটক এলাকা গুলো বিভিন্ন সময়ে ঘুরে ঘুরে তার ক্যামেরাই বন্ধী করেন। এবং সর্বোপরি তার কষ্টের এই তিন সপ্তাহের তোলা বিভিন্ন ছবি  ও পাঁচ সপ্তাহের কাজের বিনিময়ে টোটাল ৪০০ ঘণ্টার বিনিময়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। যা সত্যিই অসাধারন একটি ভিডিও।

[vimeo 103223164 nolink]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *