• Fri. Dec ৮, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ফ্রান্সে জাল জন্ম সনদের মাধ্যমে ফ্রান্স সরকারের কাছ থেকে সুবিধা আদায়ের দায়ে ১১৪ বাংলাদেশী অভিযুক্ত।

ByLesar

Mar 21, 2015

অপ্রাপ্ত বয়স্ক সেজে জাল জন্ম সনদের মাধ্যমে ফ্রান্স সরকারের কাছ থেকে সুবিধা আদায়ের দায়ে ১১৪ বাংলাদেশী অভি্যুক্ত। ইতালী সিজনাল ভিসায় প্রবেশ কারী অবৈধ প্রবাসী এবং ইংল্যান্ড থেকে অবৈধ পথে ফ্রান্সে এনে বয়স আঠারোর নিচে দেখিয়ে ভুয়া সার্টিফিকেট তৈরি করে দেওয়া এবং তাদের থাকার ব্যবস্থা করার দায়ে মানবপাচারের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্রান্সে পুলিশী অনুসন্ধানে দেখা যায় গ্রেফতার কারীরা ফ্রান্স এর বৈধ কাগজ ধারী এবং তারা তিনটি বাড়ির বাড়িওয়ালা সহ একটি সংগঠনের পরিচালনাকারী। তারা ৩,০০০ হাজার ইউরোর বিনিময়ে অপ্রাপ্ত বয়স্ক তথা জাল জন্ম সনদের সার্টিফিকেট বানিয়ে দিতেন। অনুসন্ধানে তাদের বাড়ি থেকে পঞ্চাশটির মতো মিথ্যা বাংলাদেশী পরিচয়পত্র, স্ট্যাম্প এবং জাল বাংলাদেশী পাসপোর্ট জব্দ করা হয়।
এ কারনে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত সরকার ৬০ লক্ষ ইউরো ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে। অভিযুক্তদের ৫ বছরের সাজা ভোগ এবং দেশে ফেরত পাঠানো হতে পারে।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *