• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সাবধান!! ইতালিতে এখন বাংলাদেশের পদ্ধতি অবলম্বন করে মোবাইল ছিনতাই হচ্ছে!! দেখুন ভিডিও।

ByLesar

Feb 26, 2014

বিশ্ব অর্থনৈতিক মন্দার কারনে ইতালির কাজের সঙ্কটের কারনে এখন অনেকটাই বেড়ে গেছে চুরি,ছিনতাই, ডাকাতি সহ নানন ধরণের অপকর্ম। প্রায়ই দেখা যাচ্ছে তারা নানা ধরেনের পদ্ধতি অবলম্বন করে এই কাজ গুলো করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ছিনতাইকারীরা রাতের বেলায় বিভিন্ন মেট্রো লাইনের উপরে মক্কেলের জন্য প্রস্তুতি নিয়ে থাকে এবং সুযোগ পাওয়া মাত্র অস্ত্রের মুখে ফেলে ছিনিয়ে নিচ্ছে তাদের সব কিছু। তবে বর্তমানে একটি চক্র অনেকটা বাংলাদেশের ছিনতাই কারিদের পদ্ধতি অবলম্বন করছে। যেমন চলন্ত বাস বা মেট্রো ও ট্রাম এর যাত্রীরাই তাদের মূল টার্গেট। বাস বা ট্রাম নির্দিষ্ট স্তপিজে থামা মাত্র ওরা সুযোগ বুঝে মোবাইল থাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। অনেকে এখন এই ভয়ে দামি স্মার্ট ফোন ব্যবহার করাই ছেরে দিয়েছে। তাই যারা বাসে বা ট্রামে মোবাইল ব্যবহার করেন তারা একটু সতর্ক হয়ে ব্যবহার করবেন। এখানে এনিয়ে একটি ভিডিও তুলে ধরা হোল। ভিডিওটি তে খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, কিভাবে তারা মুহূর্তের মধ্যে এই কাজ গুলো করছে। উল্লেখ্য বর্তমানে ইতালিয়ান প্রতিটি বাস ও ট্রামের ভিতরে সিকুরিটি ক্যামেরা বসানো থাকে। আর সেই ক্যামেরা থেকে ধারণকৃত কিছু ফুটেজ রয়েছে এই ভিডিওটিতে।

[youtube XEtGDas78QM?modestbranding=1&rel=0 nolink]

 

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *