• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সুইজারল্যান্ডের জুরিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন

Byrafiqul islam akash

Feb 21, 2014

সুইজারল্যান্ড থেকে রফিকুল ইসলাম আকাশঃ সুইজারল্যান্ডের জুরিখের ডামভেগের অস্থায়ী শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলো সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশী, দেশী-বিদেশী সর্বস্তরের রাজনৈতিক ও সামাজিক সংগঠন । শুরুতেই বাংলা স্কুল জুরিখের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও স্কুল কতৃপক্ষের সাথে নব নির্বাচিত জুরিখ গেমাইন্ডে রাট উরস হেলপেনস্টাইন অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর পর্যায়ক্রমিকভাবে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি-সুইজারল্যান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ- সুইজারল্যান্ড, বাংলাদেশ সোসাইটি সুইজারল্যান্ড , জাতীয়তাবাদী দল বি.এন.পি-জরিখ সহ বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশীরা। গত ৬ বছর ধরে প্রবাসে শত ব্যস্ততার মাঝে একুশের প্রথম প্রহরে প্রচন্ড শীত উপেক্ষা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশীরা। নতুন প্রজন্মের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন বাংলা সংস্কৃতি বিকাশে ইতিবাচক ভুমিকা রাখবে বলে উল্লেখ করেন শহীদ মিনারে উপস্থিত বক্তারা। জাতিসংঘের সদরদপ্তরসহ অনেক সংস্থার সদরদপ্তর সুইজারল্যান্ডে। অথচ এখানে নেই কোন স্থায়ী শহীদ মিনার । প্রতিটি ক্যান্টনে আলাদা আলাদা আইন এবং সর্বসিদ্ধান্ত গ্রহন বিষয়টি অনেক দুরুহ হলেও চেষ্টা থাকলে স্থায়ী শহীদ মিনার নির্মান অবশ্যই সম্ভব বলে মনে করেন উপস্থিত প্রবাসী বাংগালীরা। আর এ লক্ষের সাক্ষর গ্রহন কর্মসূচী এখনও অব্যাহত আছে।

—————————————————————————————————————————-

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *