বাংলাদেশ দূতাবাস কর্মদিবসে তাদের কার্যক্রম অব্যাহত রাখায় কর্মজীবি প্রবাসীরা সাধারনত কর্মস্থল থেকে ছুটি না পেয়ে তাদের পাসপোর্ট নবায়ন, সনদপত্র সত্যায়নসহ বিভিন্ন কার্যক্রম করা থেকে ব্যর্থ হয়। তাই রোম ও মিলানের বাইরের শহরগুলোতে বিভিন্ন সংগঠনের মধ্যমে দূতাবাস সেবা প্রদানের জন্য মাননীয় রাষ্ট্রদূতের বরাবর আবেদন জানালে তিনি দূতাবাস সেবা প্রদানের জন্য কয়েকজন কর্মকর্তা পাঠিয়ে থাকেন ইতালির পাদোভায়। গত ১লা ও ২রা ফেব্রুয়ারি ২০১৪ রোজ শনি এ রবিবার ইসলামিক কালচারাল সেন্টার অফ পাদোভা ষ্টেশন সংলগ্ন ভিয়া জে মোন্তানিয়াতে দূতাবাস সেবা প্রদান কার্যক্রমের আয়োজন করে। শনি ও রবি বার সরকারি ছুটি থাকায় পাদোভাসহ এর আশে পাশের শহরগুলো থেকে প্রবাসীরা এসে তাদের পাসপোর্ট ও কাগজপত্র সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করে থাকেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান এবং ইসলামিক কালচারাল সেন্টার কতৃক মসজিদ নির্মানে সকল প্রবাসীদের সাহায্যের জন্য আহবান জানান।
আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন-
[youtube qdM4hPNG8r4?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]