• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কম্পিউটার কিনলেই নেকড়া ( তেনা ) ফ্রী ১০০% সূতির। না পরলে মিস করবেন?

ByLesar

Feb 5, 2014

কাব্য কামরুলঃ পণ্যের প্রতি আকর্ষন বাড়াতে যে কোন কম্পানির ফ্রি অফার একটি চিরাচরিত রীতি। পণ্যের প্রসার বাড়াতে এটা এক ধরণের ব্যবসায়িক কৌশল। বহুমাত্রিক বিজ্ঞাপণের ভীড়ে একটা অভিনব বিজ্ঞাপন দেখে আমি চমকে গেলাম। তাও আবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। “ ভর্তি হলেই পেনড্রাইভ ”। Free Pendrive শব্দটি লাল হরফ সংবলিত। যে রঙটা দ্রুত দৃষ্টি গোচরে পড়ে। বিজ্ঞাপনের আকর্ষন বাড়াতে এই রঙটির ভারী কদর।
বিজ্ঞাপন শব্দটি উচ্চারিত হলেই শঙ্খ ঘোষের একটি বিখ্যাত কবিতার কথা আমার মনে পড়ে যায়, “মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে”।
সে যাই হোক, অফারের পর বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, পেন ড্রাইভে শিক্ষা সহায়ক উপকরণও থাকছে।
সেদিন টেলিভিশনে একটি ম্যাগাজিনে অনুষ্ঠানে দেখলাম। মাছ বিক্রেতা তার মাছের সঙ্গে ফ্রির অফার হিসাবে দিয়েছেন ছাই।
আমি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন দেখে যারপরনাই অণুপ্রাণিত। একটি ডেস্কটপ কম্পিউটারটি বিক্রি করবো। এবং কম্পিউটারটি ক্রয় করলে তার সঙ্গে পাবেন ধবধবে শুভ্র একটি নেকড়া (তেনা)।তেনাটি ১০০% সুতির।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *