• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জনদুর্ভোগে ইতালির উত্তর অঞ্চলের মানুষ।

Bygazibabu

Jan 31, 2014

জনদুর্ভোগ  ইতালির উত্তর অঞ্চলের মানুষ। গতকাল ৩০/০১/২০১৪ থেকে আজ ৩১/০১/২০১৪ তারিখ পর্যন্ত প্রায় ২,৫০ মিটার উচ্চতা পরিমান স্নো দিয়ে (ইতালিয়ান ভাষায় নেভে) পড়ছে যাকে বাংলায় তুশার বলা হয়। আগামি ০২-ফেব্রুয়ারী-২০১৪ তারিখ রবিবার পর্যন্ত আবিরাম এই স্নো পরার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাই এইসব অঞ্চলের অনেক শহরে বিদ্যুৎ শঙ্কট দেখা দিছে সে কারনে এ অঞ্চলের জনগন খুবই চিন্তিত বিগত বছরের তুলনায় এ বছর অনেক বেশি তুশার পরছে।তুষারের কারনে এই অঞ্চলের সকল স্কুল , কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। আগামি ৩ দিনের জন্যে অনেক সরকারি বাস ও গাড়ি চলাচল করে দেওয়া হয়েছে কারন রাস্তায় চলাচল করা যাচ্ছেনা আর এই এলাকায় অবস্থিত বিশ্বের  সবচে বড়ো চামড়ার ফেক্টরি যেখানে প্রায় ৬,০০০ কর্মী কাজ করেন সেটাও বন্ধ হয় গেছে তাই এই সব অঞ্চলের সকল প্রানীর খাদ্য সঙ্কট দেখা দিছে তাই সবাই এ নিয়ে খুব চিন্তিত, জানিনা আগামী দুইদিনে কি হয়? এক মাত্র আল্লাহ্‌ তাআলা জানে তাই আপনাদের প্রতি আকুল আবেদন রহিল আপনারা সবাই  দয়া করে আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ্‌ হাফেজ ভাল থাকবেন সবাই।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *