• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

প্রশ্নঃ বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি ইতালিতে গাড়ি ড্রাইভ করতে পারবো?

ByLesar

Dec 16, 2013

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ শুরুতেই মহান সৃষ্টি কর্তার নাম নিয়ে শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের কাছে অনেকেই বাংলাদেশ,ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে মেইল করে জানতে চেয়েছেন ইতালির ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে। এর মধ্যে অনেকেই প্রস্ন করেছেন,যে বাংলাদেশী ড্রাইভিং লাইসেন্স দিয়ে ইতালিতে ড্রাইভ করা যাবে কি না?

উত্তরঃ ইতালির আইন অনুযায়ী এখানে অনেক দেশের জন্য একটি নিয়ম রয়েছে। সেটি হল তারা তাদের দেশের ড্রাইভিং লাইসেন্স এখানে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এ কনভার্ট বা রুপান্তর করিয়ে নিতে পারে এবং দিব্বি তাদের দেশের ড্রাইভিং লাইসেন্স দিয়েই ইতালিতে গাড়ি ড্রাইভ করতে পারে। নিচে এই দেশ গুলোর একটি তালিকা তুলে ধরা হল।

ALBANIA (fino al 15/08/2014)
ALGERIA
ARGENTINA
AUSTRIA
BELGIO
BULGARIA
CIPRO
CROAZIA
DANIMARCA
EL SALVADOR (fino al 19/09/2014)
ESTONIA
FILIPPINE
FINLANDIA
FRANCIA
GERMANIA
GIAPPONE
GRAN BRETAGNA
GRECIA
IRLANDA
ISLANDA
LETTONIA
LIBANO
LIECHTENSTEIN
LITUANIA
LUSSEMBURGO
MACEDONIA
MALTA
MAROCCO
MOLDOVA
NORVEGIA
PAESI BASSI
POLONIA
PORTOGALLO
PRINCIPATO DI MONACO
REPUBBLICA CECA
REPUBBLICA DI COREA
REPUBBLICA SLOVACCA
ROMANIA
SAN MARINO
SLOVENIA
SPAGNA
SVEZIA
SVIZZERA
TAIWAN
TUNISIA
TURCHIA
UNGHERIA
URUGUAY (fino al 12/12/2014)

কি আপনি এর মধ্যে বাংলাদেশের নাম খুজছেন? জিনা এই তালিকায় বাংলাদেশের নাম নেই। তবে এক সময় এখানে বাংলাদেশের নামও ছিল। কিন্তু আমাদের দেশের কিছু দালাল চক্রের কুকর্মের জন্য আজ আমরা ইতালিতে এই অধিকার থেকে বঞ্চিত।১৯৯৬ সালে কিছু সংখ্যক দালাল এই সুযোগের অপব্যবহার করেছিলো। মানে তারা বাংলাদেশ থেকে এক লাগেজ দুইনাম্বার ড্রাইভিং লাইসেন্স সহ ইতালির এয়ারপোর্ট এ ধরা পরে ছিল। আর তার পর থেকেই ওরা বাংলাদেশের নাম চিরতরে মুছে দেয়। এবং আমিওপারি টিম অনেক কষ্টে আপনাদের জন্য সেই আইনের ধারাটি নিচে তুলে ধরল।

MINISTERO DEI TRASPORTI E DELLA NAVIGAZIONE DIREZIONE GENERALE M.C.T.C. IV Direzione Centrale – Div. 46 CIRCOLARE N. 91197 Prot. n. 6190/4639 E – D.C. IV n. A043 Roma, 16 settembre 1997
OGGETTO: Sospensione della conversione delle patenti di guida rilasciate in: BANGLADESH – PERU’– SUD AFRICA.
Si fa presente che, a seguito di accertamenti effettuati per il tramite dei Ministero degli Affari Esteri, è emerso che non sono verificate, per gli Stati indicati in oggetto, le condizioni di reciprocità essenziali per effettuare la conversione delle patenti di guida (art. 136 dei c.D.s. (1). Pertanto si rende necessario sospendere la conversione, in equipolienti patenti italiane dei documenti di guida rilasciati nei seguenti Stati: BangladeshPenù – Sud Africa. Gli Uffici Provinciali M.C.T.C. quindi non dovranno accettare domande di conversione di patenti di guida rilasciate negli Stati sopraindicati. Per le richieste di conversione già accettate ma non ancora definite, gli U.P. della M.C.T.C. provvederanno ad avvertire i richiedenti sull’obbligo dell’esame di revisione (ai sensi dell’art. 128 dei C.d.S.) (2) oppure sulla rinuncia alla conversione richiesta (da effettuare per iscritto). Si trasmette l’elenco aggiornato degli Stati per i quali al momento si effettua la conversione di patenti di guida rilasciate dagli stessi, avvertendo peraltro che detto elenco è sempre in fase di revisione; gli aggiornamenti saranno tempestivamente comunicati.
IL DIRETTORE GENERALE dr. Giorgio Berruti

উপরে ইতালিয়ান ভাষায় সুন্দর করে উল্লেখ করে দেওয়া হয়েছে, যে ১৬ই সেপ্টেম্বর ১৯৯৭ থেকে ইতালিতে বাংলাদেশ,পেরু এবং সাউথ আফ্রিকান দেশ গুলোকে তাদের দেশের ড্রাইভিং লাইসেন্স থেকে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এ রুপান্তর করা থেকে বঞ্চিত করা হল। তো আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স এর ইতালিতে কোন মূল্য নেই। তবে হে এখানে একটি কথা রয়েছে, যে যদি আপনার বাংলাদেশী আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি সেটি দিয়ে ইতালিতে এক বছরের জন্য গাড়ি চালানোর পারমিশন নেওয়ার জন্য আবেদন করতে পাড়বেন তবে আপনি যদি টুরিস্ট হন তাহলে, আপনার যদি ইতালিয়ান রেসিদেন্স বা কাগজ থাকলে তাহলে হবে না। এবং তারা আপনাকে পারমিশন দিলেই তখন থেকে আপনি এক বছরের জন্য সেই বাংলাদেশী আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স দিয়ে ইতালিতে গাড়ি ড্রাইভ করতে পাড়বেন। তবে এই পারমিশন এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, সেই বিষয় নিয়ে আমরা পরে বিস্তারিত লিখে অন্য একটি পোস্ট করবো। বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই।ধন্যবাদ আর লেখাটি বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। এবং আমিওপারি ডট কম সম্পর্কে আপনার পরিচিতদের জানিয়ে দিন। যাতে একসময় তারাও আপনার মতো এখান থেকে সব কিছু শিখতে পারে এবং সবাইকে বলতে পাবে যে এখন আমিওপারি। ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

One thought on “প্রশ্নঃ বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি ইতালিতে গাড়ি ড্রাইভ করতে পারবো?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *