• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সকল মেয়েদের জন্য। আপনি যদি মেয়ে ফেসবুক ইউজার হন তাহলে অবশ্যই পড়ুন ও দেখুন ভিডিওটি।

ByLesar

Nov 1, 2013

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফেসবুক !! ফেসবুক কে চিনে না এমন লোক বর্তমানে খুঁজে পাওয়া খুবী কষ্টের একটি ব্যপার, মানে এমন এক সময় ছিল যখন হাতে গোনা কিছু সংখ্যক মানুষ ফেসবুক ব্যবহার করতো! আর এখন যে ব্যবহার করতে জানে না সেও অন্য কাউকে অনুরোধ করিয়ে নিজের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলিয়ে রাখে। কেননা ফেসবুক এখন অনেকটা স্মার্টনেসে পরিনত হয়েছে। মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নেই? তো আপনি আনস্মার্ট এবং আপনাকে একটু অন্য ভাবে নিবে (একথা আমি বলছি না? এটি বলছে আপনার আশে পাঁশের সবাই) মানে এর মাধ্যমে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে খুব সহজে ধারণা নেয়া যায়, যে আপনি কতটুকু স্মার্ট বা আপনার চরিত্র সম্পর্কে, এক কথায় আপনার সব কিছু জেনে নেওয়া যায় এই ফেসবুক এর মাধ্যমে। কাজেই যুগের সাথে তালে তাল মিলিয়ে চলার জন্য বাধ্য হয়েই অনেকে ফেসবুক সম্পর্কে না জেনেই, ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলে ফেলেন বা খুলিয়ে থাকেন। আর তখনি পরতে হয় আরেক বিপদে। বিশেষ করে যারা মেয়ে ফেসবুক ইউজার তারা যে কি? বিপদে পরতে পারে বা পরে থাকে? এটা আসলে যে পড়েছে একমাত্র সেই জানে। কেননা আগে খারাপ কিছু বখাটে ছেলেরা মেয়েদের সাথে দুষ্টামি বা ফাজলামি বা মেয়েদের পেরেশানি মূলক কাজ গুলো করতো রাস্তাঘাটে এবং যদিও ব্যাপারটি বিরক্তিকর হলেও মেয়েরা একটু সতর্ক হলেই কিন্তু সেখান থেকে নিজেকে রক্ষা করতে পারতো। তবে বর্তমানে যুগে,যুগের পরিবর্তনের সাথে সাথে কিন্তু বখাটে ছেলে-পেলেরাও এখন আর পুরনো স্টাইলে মেয়েদের বিরক্তি করে না। তারা এখন নতুন প্রযুক্তি ব্যবহার করে থাকে। মানে ফেসবুক কে হাতিয়ার বানিয়ে আপনার অনেক ধরনের ক্ষতি করতে পারে যা আগের দিনের চাইতে অনেক বেশি মূল্য দিতে হতে পারে আপনাকে। আর কাজেই আপনাদের যারা নতুন ফেসবুক ব্যবহার করছেন তাদের অবশ্যই এর সম্পর্কে ভালো করে জেনে নিয়েই শুরু করা উচিত।

তবে প্রশ্ন হচ্ছে,যে ভাই আমরাতো নতুন? তো আমরা কিভাবে বা কোথায় এর সম্পর্কে পুরো বিস্তারিত শিখে নিতে পারবো? বন্ধুরা আপনাদের এ নিয়ে কোন চিন্তা করতে হবে না। আপনাদের জন্য রয়েছে আমিওপারি ডট কম। আমাদের টিম ফেসবুক নিয়ে আমিওপারিতে উপস্থাপন করছে ধারাবাহিক ভাবে ফেসবুক নিয়ে সকল পর্ব গুলো এবং সকলের কথা মাথায় রেখে আমরা সম্পূর্ণ বাংলায় এই কাজ গুলো করে যাচ্ছি। কাজেই যারা নতুন বা এখনো ফেসবুক এর সব কিছু জানেন না? তারা ফেসবুক ভালো করে শিখতে এখানে ক্লিক করে আমাদের ফেসবুক নিয়ে করা ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে নিতে পারবেন। উল্লেখ্য আমাদের টিম যারা একেবারে কম্পিউটারে নতুন তাদের জন্যও তৈরি করেছে ভিডিও টিউটোরিয়াল যাতে করে যারা কম্পিউটারে নতুন তারা খুব সহজে ঘরে বসে বাংলায় আমাদের সাইটের মাধ্যমে কম্পিউটারের সব কিছু শিখে নিতে পাড়বে।

তবে আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে। সেটি হলো যারা একেবারে কম্পিউটারে নতুন তারা কিভাবে আমিওপারি সাইট পর্যন্ত আসবে এবং এখানে তৈরি করা ভিডিও টিউটোরিয়াল দেখে নিজে নিজে কম্পিউটার শিখবে? হে!! তবে আমাদের কাছে রয়েছে এর সেরকম একটি উপায় বা উত্তর। এই উত্তর টি যানতে এখানে ক্লিক করুণ এবং সেখানে একটি ভিডিও রয়েছে দয়া করে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে আপনি এর উত্তর পেয়ে যাবেন এবং আপনার কাছে অনেক ভালো লাগবে সেই ভিডিওটি।

আপনাদের জন্য Dhaka Teckies এর পক্ষ থেকে আমাদের ভাই বন্ধুদের করা একটি ভিডিও তুলে ধরা হলো। যা দেখে আপনারা ফেসবুকের প্রাইভেসি সম্পর্কে কিছু ধারণা নিতে পারবেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *