• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জেনে নিন আপনার ফেইসবুকে বিরক্তিকর ট্যাগ গুলো বন্ধ করার পদ্ধতিটি

Byমো: রাসেল

Oct 27, 2013

বরাবরের মত আমিওপরি এর সকল পাঠকদের জানাই সালাম ও শুভেচ্ছা। আজকাল ফেইসবুকে প্রায়ই বিব্রতকর অবস্থাই পড়তে হয় । বিভিন্ন সময় নানা আপত্তিকর ছবি শেয়ার ও ট্যাগের মাধ্যমে আমাদের প্রায়ই পড়তে হয় বিড়ম্বনার মধ্যে । তেমনি এক বিড়ম্বনা হল ফেইসবুক ট্যাগ । দেখা যায় যে ফ্রেন্ড লিস্টএ থাকা কোন বন্ধু একটি ফটো আপলোড করে আপনাকে ট্যাগ করতে পারে । এর ফলে ওই ছবিটি আপনার সকল ফ্রেন্ড এর নিউজ ফিড এ দেখায় এবং আপনার টাইমলাইনএ এটি যোগ হয়ে যায় । আপত্তিকর ছবি হলে তো সেটা খুব বিড়ম্বনার ব্যাপার হয়ে দাড়ায় । এই ঝামেলা থেকে বাঁচতে ফেইসবুকে এমন অপশন রয়েছে যার মাধ্যমে আপনি অযাচিত ট্যাগ বন্ধ করে রাখতে পারেন। যার ফলে কেউ আপনাকে ছবি ট্যাগ করলেই আপনার টাইমলাইনএ যোগ হবে না বন্ধুদের কাছেও যাবে না । ট্যাগ হবে কিন্তু আপনার অনুমতি দেওয়ার পরে ফেইসবুক তা টাইমলাইনএ যোগ করবে। অর্থাৎ ট্যাগ করলে আপনার অ্যাক্টিভিটি লগে থাকবে এবং আপনি তা রিভিউ করে আপনার টাইমলাইনএ অ্যাড করতে পারবেন । তা করতে হলে প্রথমে আপনাকে ফেইসবুক এ Settings থেকে Privecy Setting এ যেতে হবে-

তারপর Timeline and Tagging ট্যাব এ ক্লিক করতে হবে । খেয়াল করে দেখুন ডান পাশে একটা অপশন দেখা যাচ্ছে তা হল “Who Can add things to my timeline” নিচে review posts friend বিষয়ক যে অপশন টি আছে সেটি on কিনা। আর যদি off থাকে তাহলে ডানদিকের Edit এ ক্লিক করুন-

এখন পেইজের ঠিক মাঝখানে (review posts friend বিষয়ক যে অপশনে) Enable/Disable থেকে Enable করুন
বাস কাজ শেষ এখন থেকে দেখবেন আপনার বন্ধুদের থেকে আসা অনাকাঙ্খিত যে কোন ছবি আপনার ওয়ালে সহজেই ট্যাগ হবে না।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *