• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ফেসবুক বাংলা করা ও ফ্রেন্ড রিকুয়েস্ট ঝামেলার সমাধান

Byexperience

Oct 9, 2011

১- ফেসবুকে Add Request পাঠালে বারবার শুধু সিকিউরিটি কোড চায়!!! এ থেকে মুক্তি পেতে যখন সিকিউরিটি কোড চাইবে তখন Verify your account-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেখানে আপনার ফোন নম্বর লিখে Confirm-এ ক্লিক করলে দেখবেন আপনার মোবাইলে একটি সাংকেতিক বা কোড নম্বর এসেছে। সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে Confirm-এ ক্লিক করুন। এরপর আর সিকিউরিটি কোড চাইবে না।

২-ফেসবুকের চাইলেই সব লেখা বাংলায় পরিবর্তন করতে পারেন। এর জন্য প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুন। নতুন পৃষ্ঠা এলে সেখান থেকে Language-এ ক্লিক করুন। এখন Primary Language-এ English(US)-এর পরিবর্তে বাংলা নির্বাচন করে একটু অপেক্ষা করুন দেখবেন পুরো ফেসবুক বাংলা হয়ে গেছে।*আবার ইংরেজি করতে চাইলে একই পদ্ধতিতে বাংলার পরিবর্তে English(US) সিলেক্ট করে বেরিয়ে আসুন।

২ thoughts on “ফেসবুক বাংলা করা ও ফ্রেন্ড রিকুয়েস্ট ঝামেলার সমাধান”
  1. কিভাবে ফেইসবুক এ বাংলা লিকতে পারি (যেমন কমেন্ট মেসেজ ইত্যাদি)এটা আমায় জানাবেন তারাতারি !

    1. ফেইসবুক সহ অন্য যে কোন ইন্টারনেট সাইটে বা নিজ কম্পিউটারে বাংলা লেখার জন্য আমাদের সাইটে পোস্ট করা এই লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন ধন্যবাদ। http://amiopari.com/1337/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *