• Tue. Dec ৩, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কম্পিউটার কে সবসময় নতুনের মতো স্প্রীদে রাখার টিপস আমিওপারির স্পেসাল টিপস ভিডিও টিউটোরিয়াল সহ।

ByLesar

Oct 25, 2013

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ প্রথমে আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমিওপারি পারি আপনাদের জন্য স্পেসিয়াল এবং খুব উপকারি একটি টিপস নিয়ে ভিডিও টিউটোরিয়ালের সাথে হাজির হয়েছে। আজকে আমাদের এই টিপসটি আপনাদের সবার অনেক কাজে দিবে, বিশেষ করে যারা নতুন তাদের জন্য খুব দরকারি একটি জিনিস এবং যারা পুরাতন কম্পিউটার ব্যবহার করেন কিন্তু কম্পিউটার স্লো বা ধীরে ধীরে কাজ করে তাদের জন্যও অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। আপনাদের আজ এমন একটি পদ্ধতি শিখিয়ে দিবো যার মাধ্যমে এখন থেকে আপনার কম্পিউটার সবসময়ের জন্য স্লো হওয়া বা ধীরে কাজ করা থেকে চির মুক্তি পাবে। মানে আমাদের এই পদ্ধতিতে কাজ করলে আপনার কম্পিউটার নতুন কেনার সময় যেমন দ্রুত গতিতে কাজ করতো, ঠিক সেই রকম দ্রুত গতিতে কাজ করবে সব সময়। তবে আপনাকে এর জন্য আমাদের দেখিয়ে দেওয়া ধাপ গুলো ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে আসুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে, যার নাম CCleaner এবং আমিওপারি আপনাদের জন্য এই অসাধারন সফটওয়্যারটি নিয়ে হাজির হয়েছে। কাজেই প্রথমে এখানে ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। এবং ডাউনলোড করা হলে আপনার ডেক্সটপে নিয়ে আসুন। (উল্লেখ্য যারা কম্পিউটারে নতুন বা যারা জানেন না কম্পিউটারে কোথায় ডাউনলোড করা ফাইল বা প্রোগ্রাম খুঁজে পাবেন? তাদের জন্য আমিওপারিতে একটি টিউটোরিয়াল রয়েছে যেখানে আপনি যানতে পারবেন কম্পিউটারে ইন্টারনেট থেকে কোন একটি ফাইল ডাউনলোড করলে সেই ফাইল বা প্রোগ্রামটি কোথায় গিয়ে খুঁজে পাবেন, তো ঐ লেখাটি পরতে চাইলে এখানে ক্লিক করে পরে নিতে পারেন।) এবার নিচে দেওয়া ভিডিওটি ভালো করে দেখুন। তাহলে আপনি আপনার কম্পিউটার স্লো বা ধীরে ধীরে কাজ করা থেকে চিরো মুক্তি পাবেন।

[youtube uD111vCf_YY?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *