মো রাসেল> সালাম ও শুভেচ্ছা আমি ও পারির সকল পাঠকদের। আমরা যারা কম্পিউটারে বাংলা লিখতে পারি না কিংবা অনেকেই বাংলা সফ্টওয়ার ইন্সটল করতে ঝামেলা মনে করি তারা চাইলে খুব সহজেই অনলাইনে বাংলা লেখার কাজটি করতে পারি। আমরা অনেকেই অনলাইনে বাংলা লিখতে পারি না।অনলাইনে বাংলা লেখার অনেক পদ্ধতি আছে।সেসব পদ্ধতির অনেক সুবিধা এবং অসুবিধা দুটোই রয়েছে ।তার মধ্যে থেকে যে পদ্ধতিটা প্রায় মোটামুটি গ্রহনযোগ্য তা হল একটি অনলাইন অ্যাপ্লিকেশন।অনলাইন অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটি হল
প্রথমে সাইটটিতে প্রবেশ করুন।
আপনি যদি বিজয় কিবোর্ড ব্যবহার করেন তাহলে বিজয় লেখা গোল ফাকা বৃত্তটিতে ক্লিক করুন এরপর Enter Text: এর নিচের ফাকা পেজটিতে স্বভাবিকভাবেই লেখা শুরু করুন।আপনি যদি বাংলা লেখতে না পারেন কিংবা বিজয় কিবোর্ড ব্যবহার না করেন তবে আপনার বাংলাটেক্স অপশন নির্বাচন করুন।যেখানে আপনি ইংরেজিতে বাংলা শব্দগুলো লিখতে পারবেন। তারপর লেখা শুরু করুন।আপনি আপনার লেখার শুদ্ধতা যাচাই করতে চাইলে check বক্সটিতে ক্লিক করে তার নিচের ফাকা পেজটিতে দেখে নিতে পারেন।এরপর আপনার লেখাটি কপি করে পেস্ট করুন আপনার প্রয়োজনীয় স্থানে।ব্যাস এতটুকুই।আশাকরি এখন থেকে বাংলা লিখতে পারবেন। এছাড়াও তাদের সাইটেই Keymap ব্যবহার করে লিখার পদ্ধতি দেখে নিতে পারেন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]
Download korar Information Ektu Boledin Please
Dear Shamsul islam jashim, bangla likhar software download korte hole amader ei likhati valo kore porun and sekhane internet chara bangla type korar details dewa ache… http://amiopari.com/1337/