নুরুল ওয়াহিদ,ফ্রান্সঃ গ্রীসের স্ট্রবেরি খামারে ৩২ বাংলাদেশী গুলিবিদ্ধ হওয়ায় স্বেচ্ছার হয়েছে প্রবাসীরা । কেবল এথেন্সেই নয় ইউরোপ জুড়ে আন্দোলনের আহবান জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশী এসোসিয়েশন।তারা ফ্রান্সস্থ গ্রীস দূতাবাসে স্বারকলিপী দিয়েছে । ভুমত্র সাগর তীরের দেশ গ্রীসের স্ট্রবেরি খামারে ৩২ বাংলাদেশী শ্রমিকের উপর গুলির প্রতিবাদে এথেন্সের রাজপথে নেমেছে প্রবাসীরা। এতে শুধু বাংলাদেশী নয় গ্রীসের বিভিন্ন শ্রমিক সংগঠন যোগ দিচ্ছে হাজারো মানুষের এই বিক্ষবে।তারা বলেন শ্রমিক দের উপর এই হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না, তবে গ্রীসের স্ট্রবেরির ঐ ফার্মের সুপারভাইজার কে আটক করলেই হবেনা, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে হবে, তা নাহলে কঠোর পদক্ষেপ নিবে শ্রমিক বৃন্দরা। এতে অল ইউরোপিয়ান বাংলাদেশী এসোসিয়েশন(AEBA) আহত শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে আন্দোলনের আহব্বান জানিয়েছেন। তারা সুস্ত বিচার দাবিতে স্বারক প্রদান করেছেন ফ্রান্সস্থ গ্রীস দূতাবাসে। বিস্তারিত দেখুন নিচের ভিডিওটিতেঃ
[youtube EcDqP2TbLyo?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]