• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ভ্যাকসিন অথবা টিকা দিয়ে নিন আপনার প্রিয় কম্পিউটার কিংবা রিমুভেল ডিভাইসকে

সালাম ও শুভেচ্ছা প্রযুক্তি প্রিয় আমিও পারির সকল পাঠক ও লেখকদের। বর্তমানে যারা মোবাইল, ল্যাপটপ, আইপড ব্যবহার করেন, এগুলোর পাশাপাশি পেনড্রাইভ অথবা মেমরি কার্ডের ব্যবহারও অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে, কারন এটা এখন ডাটা transfer এর জন্য খুবি গুরত্তপূর্ণ একটা মাধ্যম।
সমস্যা হল এটাকে আমরা ভাইরাসের অ্যাটাক থেকে বাচাতে পারলেও অটোরান নামের একটা গুপ্ত ভাইরাস আছে যেটাকে মেনুয়াল anti virus গুলো ধরতে পারেনা, যার প্রতিক্রিয়ায় আস্তে আস্তে পেনড্রাইভটাকে হারাতে হয় চির তরে। তাই আমরা চাইলে ছোট একটি সফটওয়্যার দিয়ে পোটেক্ট করতে পারি। যেটা দিয়ে উল্লেখিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে চিরতরে। মানে সফটওয়ারটি ভেক্সিন অর্থাৎ পেনড্রাইভকে সুস্থতার টিকা মেরে দিবে যাতে করে আর কোন অসুখ না হয় পেনড্রাইভের…এই সফটওয়্যারটি দ্বারা আমরা পিসিকেও টিকা মেরে দিতে পারবো।
সফটওয়ারটি download করার জন্য এখানে ক্লিক করুণ  ডাউনলোড করার পর ইন্সটল করতে হবে।
সফটওয়ারটি ইন্সটল করার পরে এটি চালু করুন, যখন পেনড্রাইভ অথবা মেমতি কার্ড usb পোর্টে লাগাবেন, তখন লক্ষ করবেন যদি পেনড্রাইভ অথবা মেমরি কার্ড vaccinated না হয় তখন নিচে টাস্কবারের ডান পাশে vaccine সফটওয়ারটি শো করবে এবং পেনড্রাইভকে vaccinated করার নির্দেশনা দিবে এবং আপনি vaccinated করে দিবেন ব্যাস।
সফটওয়ারটি আসলে পেনড্রাইভের ভিতরে গোপনে একটি অটোরান ফাইল তৈরি করে যার ফলে নতুন করে কোন অটোরান ভাইরাস প্রবেশ করার সুযোগ পায়না এবং রিপ্লেসও হতে পারেনা, কারন পেনড্রাইভের ভিতর অটোরানটি হল হাইড করা তাই।
এখানে আপনার কম্পিউটার not vaccinated দেখাচ্ছে, তাই আপনি vaccinate computer এ ক্লিক করুন, একটু পর দেখবেন কম্পিউটারে vaccinated দেখাচ্ছে ,মানে হল আপনার কম্পিউটারের টিকা মারা হয়ে গেছে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *