• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কি জানতে চান নাকি আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র? কম্পিউটারের সকল তথ্য আপনার হাতের মুঠোয়!!

ByLesar

Feb 23, 2013

আপনার কম্পিউটার সম্পর্কে আপনি কতটুকু জানেন? যদি জিজ্ঞেস করা হয় মাদারবোর্ডের মডেল কি? আপনার গ্রাফিক্স কার্ডের ক্ষমতাই বা কতটুকু? মনিটরের ডিসপ্লে সাইজ? মডেল? বায়োস সম্পর্কে কতটুকু জানেন?
কি চিন্তা করছেন? কিভাবে এসব প্রশ্নের উত্তর পাবেন? ভাবছেন পিসির নাট বল্টু খুলে এসব তথ্য উদ্ধার করবেন?

মোটেও তা করতে হবে না। শুধুমাত্র একটা ছোট সফটওয়্যার দিয়ে আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র সব জানতে পারবেন।
কি লাভ হবে এসব তথ্য দিয়ে? কি আর হবে আপনার সাধারন জ্ঞান বৃদ্ধি পাবে। :P আসলে নিজের কম্পিউটারের তথ্য হালনাগাদ করলে অনেক সময়ই কাজে লাগে। তাছাড়া নিজের কম্পিউটার সম্পর্কে না জানা আর নিজের বাসার এড্রেস না জানা একই কথা।
যে সফটওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটারের A to Z জানতে পারবেন তার নাম হলো SIW। নাম আর সাইজ ছোট হলেও কাজ কিন্তু ছোট না!!
এটা শুধু তথ্যই না সাথে ম্যাক এড্রেস পরিবর্তন, মনিটরের ডেড পিক্সেল টেস্ট, নেট স্পিড টেস্ট, ব্রাউজারের সেভ করা পাসওয়ার্ড সহ আরও অনেক কিছু!

হার্ডওয়্যারের যেসব বিস্তারিত তথ্য পাবেনঃ

  • System
  • Motherboard
  • Sensors
  • BIOS
  • CPU Info
  • Devices
  • PCI
  • System Slots
  • Network Cards
  • Memory
  • Video
  • Storage Devices
  • Logical Disks
  • Ports
  • Battery
  • Printers

সফটওয়্যারের যেসব বিস্তারিত তথ্য পাবেনঃ

  • Operating System Information
  • Updates
  • System Directories
  • Installed Programs
  • Applications
  • Licenses
  • System Files
  • Accessibility
  • Environment
  • File Associations
  • Regional Settings
  • Running Processes
  • Loaded DLLs
  • Drivers
  • NT Services
  • NT Pipes
  • Autorun
  • Scheduled Tasks
  • Databases
  • Audio and Video Codecs
  • Shared DLLs
  • ActiveX
  • Open Files
  • Groups and Users
  • Protected Files
  • Passwords
  • Certificate

নেটওয়ার্ক সম্পর্কিত বিস্তারিত তথ্যঃ

  • Network Info
  • Extended Network Info
  • Neighborhood Scan
  • Open Ports
  • Shares
  • RAS Connections
  • Hosts Scan
  • Ping
  • Trace
  • Request
  • Network Traffic
  • Statistics
  • Remote Computer
  • Remote Command

বিভিন্ন প্রয়োজনিয় টুলসঃ

  • Eureka! Reveal passwords hidden behind asterisks
  • MAC Address Changer
  • Broadband Speed Test
  • CPU and Memory Usage
  • Windows 9x Password
  • Windows 9x Performance Monitor
  • Microsoft’s Tools
  • Shutdown / Restart
  • Monitor Test
  • URL Explorer

 

উল্লেখযোগ্য অংশের সংক্ষিপ্ত বর্ণনাঃ

কম্পিউটারের সকল সফটওয়্যারের বর্ননা থেকে শুরু করে অর্থাৎ অপারেটিং সিস্টেম থেকে শুরু করে ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড পর্যন্ত দেখতে পারবেন।

কম্পিউটারের হার্ডওয়্যার সামারি অর্থাৎ মাদারবোর্ড, বায়োস, CPU , মেমরি, পিসিআই, ড্রাইভার, পোর্ট, ভিডিও, সাউন্ড কার্ড সহ এক কথায় সব তথ্য দেখতে পারবেন।

বিভিন্ন প্রয়োজনীয় যেমন ম্যাক এড্রেস পরিবর্তন, মনিটরের ডেড পিক্সেল টেস্ট, নেট স্পিড টেস্ট, কতটুকু কাজ চলছে তা জানা সহ অনেক ফিচারতো থাকছেই!

এক কথায় কম্পিউটারের এত তথ্য দেখে আপনার চোখ ছানাবড়া হবে নিশ্চিত! ;)

ডাউনলোডঃ

SIW Business v2011.05.26 সাইজ মাত্র ৩ মেগাবাইট। সাথে সিরিয়াল কী দেয়া আছে।

আর হ্যা কখনই আপডেট করবেন না!

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

২ thoughts on “কি জানতে চান নাকি আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র? কম্পিউটারের সকল তথ্য আপনার হাতের মুঠোয়!!”
  1. Dear brother
    thank for siw post. i downloded this software but could not operate becouse it show a window that register to and registration key.
    help me how to perform it.

  2. ji apni download kora file er vitor dekhun duti file royeche ekti system file jeti diye install korben r ekti holo serial key jar vitor serial key royeche sekhan theke key copy kore diye din … kaj ses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *