• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জেনে নিই কম্পিউটারের ওইন্ডোজ বুট না করলেও জরূরী ফাইল উদ্ধারের সহজ পদ্ধতি

মো রাসেল> পোষ্টটি শুরুতেই আমিও পারির সকল পাঠক ও লেখক বৃন্ধদের জানাই সালাম ও শুভেচ্ছা। আমরা যারা কম্পিউটার চালাই তারা বিভিন্ন সময় নানান রকম সমস্যার সম্মূখ্যীন হই।আজকে আমি একটি গুরুত্ব পূর্ন সমস্যা নিয়ে আলোচনা করবো। কম্পিউটার চালু করতে গিয়ে দেখা গেল চালু হচ্ছে না পাওয়ার আছে ঠিকই কিন্তু বুট হচ্ছে না, নিজে নিজেই রিস্টার্ট হচ্ছে অথবা মেসেজ আসছে System file missing । অবস্থা দেখে মনে হচ্ছে অপারেটিং সিস্টেম ক্র্যাশ করেছে। জরুরী ফাইল রয়েছে এই পিসিতে। এখন উপায় হচ্ছে পূনরায় অপারেটিং সিস্টেম ইন্সটল করা। তাছাড়া যে ড্রাইভে ফাইল রয়েছে (Desktop, My documents) সে ড্রাইভ ফরমেটিং করে সিস্টেম ইন্সটল করলে জরুরী ডাটাগুলো মুছে যাবে। তাছাড়া অপারেটিং সিস্টেম ইন্সটল করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে যদি একাধিক পিসি থাকে তাহলে কাজটা সেরে নেয়া যায় পেনড্রাইভ বা অন্য কোন মিডিয়া দিয়ে ফাইল ট্রান্সফার করে নিতে পারলে। কিন্তু পিসিই তো চালু হচ্ছেনা। ফাইল ট্রান্সফার করার উপায় কী? আপনার এই দুর্যোগের মুহুর্তে সাহায্য করতে পারে Rescue Kit 11 Free Edition. এই সফটওয়্যারটি উইন্ডোজ ছাড়াই চালু হয়। এটি একটি লাইভ সিডি। যা নিজেরাই তৈরী করে নিতে পারবো। এর সুবিধা সমূহ>
১- সবগুলো ড্রাইভ, ফাইল এবং ফোল্ডার দেখায়।
২- এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে (পেন ড্রাইভ এবং সিডিসহ) ফাইল ট্রান্সফার করা যায়।
৩- ভাগ্য ভাল হলে অপারেটিং সিস্টেমের যেসব ফাইল মিসিং এর কারণে কম্পিউটার চালু হচ্ছেনা সেগুলো রিপেয়ারও হয়ে যেতে পারে অর্থাৎ রিপেয়ার অপশনও আছে এটাতে।
৪- মুছে যাওয়া পার্টিশন ফেরত আনা যায়।
আসুন এবার সিডি বারানোর পদ্ধতিটি জেনে নেই >
প্রথমেই এই লিংক – http://dl.paragon-software.com/free/rk_free.exe থেকে ডাউনলোড করে নিন।
একটা খালি সিডি রমে প্রবেশ করাতে হবে।
ডাউনলোড করা rk_free.exe ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
Next এ ক্লিক করুন…
এবার Product Key-> PSG-219-FRE-FACEBOOK-PL-731288609
এবং Serial Number-> 67555-1D6C4-C2D75-54033
এখান থেকে নিয়ে পেষ্ট করুন..
Next এ ক্লিক করুন…
Optical Disc সিলেক্ট করে Next এ ক্লিক করুন…
Eject the disc after burning এর টিক চিহ্ন দিয়ে Next এ ক্লিক করুন…

কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসবে।

এবার যত্ন করে সিডিটি রেখে দিন। যখন আপনার পিসি বুট হবেনা তখন সিডিটি রমে প্রবেশ করিয়ে পিসি স্টার্ট করুন। ওইন্ডোজ সমস্যা থাকলেউ এই সিডি থেকে পিসি বুট করে আপনার প্রয়োজনীয় কাজটি সেরে নিতে পারবেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *