• Mon. Nov ১১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালি প্রবাসী এবং আমিওপারি পাঠক দের জন্য চমৎকার একটি খবর!!

ByLesar

Dec 7, 2013

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ প্রথমে আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিওপারি আজ আপনাদের জন্য নতুন একটি চমক নিয়ে উপস্থিত। মানে এখন থেকে ইতালি প্রবাসী প্রতিটি ভাই-বোনেরা তাদের ঘরে বসেই জেনে নিতে পাড়বেন আজকের এক্সচেঞ্জ রেট, মানে বাংলাদেশী টাকার বিনিময় হার। যেমন আপনি দেশে ইউরো পাঠাতে চান? জানতে চাচ্ছেন আজকের ১ ইউরোতে দেশে কতো টাকা পাচ্ছেন? ইত্যাদি বিষয় গুলো আগে জানার জন্য আপনাকে স্থানীয় নির্দিষ্ট কোনো মানি এক্সচেঞ্জ এর অফিসে গিয়ে বা তাদের ফোন নাম্বার থাকলে ফোন করে জেনে নিতে হোতো। অনেক সময় তাদের ফোনে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও জানা হয়ে উঠেনা এবং সবার কাছেতো আর তাদের ফোন নাম্বার থাকেও না। আবার ব্যপারটি অনেক কষ্টসাধ্যও বটে।

কাজেই আপনাদের কথা চিন্তা করে আপনাদের এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য আমিওপারি সেই মানি এক্সচেঞ্জ কেই নিয়ে এলো আপনাদের ঘরে,ঘরের বাইরে,এমনকি আপনার পকেটে। মানে এখন থেকে আপনি আমাদের সাইটে প্রতিদিন ইতালির রোমের, তরপিনারতারা এলাকায় অবস্থিত সবচাইতে বেশি রেট দেওয়া একমাত্র নির্ভরযোগ্য, মানি এক্সচেঞ্জ(RIA MONEY TRANSFER) এর মাধ্যমে সরাসরি আপডেট খবর জেনে নিতে পাড়বেন। যেখানে প্রতিদিনের রেট প্রতিদিন আপডেট করা হবে এবং দিনে তিন বার সকাল ৯ টায় প্রথম আপডেট,দুপুর ১২ টায় দ্বিতীয় আপডেট এবং সর্বশেষ আপডেট পাবেন সন্ধ্যা ৬ টার দিক। এবং আমিওপারির মাধ্যমে আপনি যে কোন সময়,যখন খুশি তখন যেখানে খুশি সেখানেই জেনে নিতে পাড়বেন। যদি আপনার বাসায় বা মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকে। আপনি আমাদের সাইটের প্রথম পেইজে হাতের ডানে এই অপশন টি দেখতে পাবেন যার নাম আজকের একচেঞ্জ রেট, সেই ঘরের ভিতর প্রতিদিন তিনবার নগদ নগদ মানি এক্সচেঞ্জ(RIA MONEY TRANSFER) দ্বারা আপডেট পেতে থাকবেন। উল্লেক্ষঃ রিয়া মানি ট্রান্সফার এর মাধ্যমে আপনি দুইটি পদ্ধতিতে দেশে টাকা প্রেরণ করতে পারবেন।

১- বাংলাদেশের যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে ও

২- শুধু পিন নাম্বারের মাধ্যমে।

এবং আমাদের সাইটে আপনি যে রেট টি দেখছেন সেখানে এই দুই ধরনের রেট প্রকাশ করা হয়। এবং আমাদের সাইটে দেওয়া রেটে দেশে টাকা পাঠাতে হলে আপনাকে রোমের তরপিনার তারায় হাসান ভাই এর ব্রাঞ্চে যেতে হবে।

ঠিকানাঃ  HASANz MONEY TRANSFER

VIA DI ACQUA BULLICANTE 36

ZONA TORPINARTARA

Rome,Italy

CEL: 327 1997434

এবং এখন থেকে এর জন্য আপনাকে আর কাউকে ফোন করতে হবে না,বা কষ্ট করে তাদের কাছেও যেতে হবে না। আপনি ঘরে বসেই জেনে নিতে পাড়বেন, আজকের সর্বচ্চো রেট। কাজেই আমরা আশা করি আমাদের এই উদ্যোগ প্রবাসের জীবনে আপনাদের প্রযুক্তির দিক দিয়ে আরো এক ধাপ এগিয়ে রাখবে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *