• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

আমিওপারির পাঠক দের জন্য সুখবর

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা আমাদের ব্লগ নিয়মিত ভিজিট করে থাকেন তারা হয়তো জেনে থাকবেন আমাদের টিম আপনাদের চাহিদা পূরণের জন্য নানা ভাবে চেষ্টা করে যাচ্ছে। এবং সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আইডিয়া ও অন্যদের চাইতে সম্পূর্ণ ভিন্ন আকারে যা আদৌ আপনাদের কোন অনলাইন সাইট বা ব্লগ দিতে পারেনি, আমিওপারি টিম তাদের সেরকম নানান ক্রিয়েটিভ কর্মকাণ্ড নিয়ে সব সময় আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। এবং মনে রাখবেন আমাদের কিন্তু আরো অনেক অনেক পরিকল্পনা রয়েছে আপনাদের নিয়ে যা সত্যিই পালটিয়ে দিবে আপনার প্রবাসের জীবনধারা। যাই হোক আপনারা আমাদের সাথে থেকে তা ধীরে ধীরে উপভোগ করতে পারবেন। আজকে আমরা আপনাদের জন্য নতুন একটি বিভাগ নিয়ে এসেছি। আপনারা হয়তো জানেন যে আমিওপারি ব্লগের বিনোদনের জন্য রয়েছে সম্পূর্ণ একটি ভিন্ন সাইট যেখানে রয়েছে বিনোদনের ভাণ্ডার, মানে বাংলা গান, নাটক, টেলিফিল্ম, ছবি, ভুত এফ এম, ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি, লাইভ বাংলাদেশী সকল টিভি চ্যানেল দেখা থেকে শুরু করে আরো অনেক কিছু। আজ আমরা সেই বিনোদনমূলক সাইটটিতে নতুন একটি বিভাগ খুলেছি যার নাম ইউটিউব এর বিশ্বখ্যাঁত ভিডিও গুলো একসাথে(Best Youtube Videos)।

মানে আমরা সবাই এখন ইউটিউব কে চিনি যেখানে বিশ্বের সকল ভিডিও ফ্রি দেখতে পাওয়া যায়। ইউটিউব এ প্রতি ঘণ্টায় কয়েক লক্ষ্য ভিডিও আপলোড করা হয়ে থাকে, তাহলে বুজতেই পারছেন কি পরিমান ভিডিও এখানে রয়েছে। কিন্তু সমস্যা হোল এর এই বিশাল ভাণ্ডার থেকে পছন্দের ভিডিওটি বেছে নিয়ে উপভোগ করা খুবী কঠিন একটি কাজ। আর তাই আমাদের টিম আপনার জন্য ইউটিউব থেকে বাছাই করে ১০০% মজার ও প্রয়োজনীয় ভিডিও গুলো একসাথে আমাদের বিনোদন মূলক সাইটে তুলে ধরছে। যেখানে বিভাগ আকারে যে শ্রেণীর ভিডিও ঠিক সেই শ্রেণীতে পাওয়া যাবে। যেমন প্রাণী জাতীয় মজার ভিডিও গুলো প্রাণী নামক বিভাগে সাজানো হয়েছে। বা আপনার যদি মন খারাপ থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে ফাণি নামক একটি বিভাগ, যেখানে ৫০০% হাঁসির ভিডিও ক্লিপ গুলো সাজানো হয়েছে যা দেখে আপনি হাসতে না চাইলেও হাসবেন। ইত্যাদি এভাবে আরো অনেক শ্রেণীর ভিডিও নিয়ে সাজানো হয়েছে এই বিভাগটি যা আপনাদের ১০০০% হাসাবে, কাঁদাবে, এবং শেখাবে অনেক কিছু। তাই আমাদের নতুন বিভাগটি দেখে আসুন এখানে ক্লিক করে। এবং আপনাদের আরো কিছুর চাহিদা থাকলে বা আপনাদের মতামত আমাদের জানাবেন, নিচে আমাদের যোগাযোগ ফর্মটির মাধ্যমে ধন্যবাদ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *