• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

আমাকে একটু সাহায্য করুন permesso di soggiorno renew সম্পর্কে

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আমিও ভাল আছি। অনেক দিন হল পোস্ট দিতে পারি না বিভিন্ন চাপে, তাই আমি দুঃখিত। সময়ের কারণে লিখতে পারি না।
একটু সমস্যায় পরেছি, তাই সবার সাহায্য চাই। দয়া করে সবাই মতামত দিবেন। বিশেষ করে যারা expert.
দুইটা বিষয়ে মতামত চাই।
১। soggiorno renew করার সময় হয়ে যাচ্ছে।
soggiorno মেয়াদের কতদিন আগে বা কত দিনের মধ্যে আবেদন করতে হয়?
আবেদন করতে কি কি কাগজ লাগে?
আমার tipo di permesso: MOTIVI FAMILIARI
(বর্তমানে কোন কাজের contact নাই)
আমি কতদিন পর carta soggiorno এর আবেদন করতে পারব?

২। সমস্যাটা হল আমার luogo di nascita soggiorno এর মধ্যে একভাবে লেখা
আর আমার পাসপোর্ট এর মধ্যে অন্য ভাবে লেখা। মানে বানান এ ভুল।
যখন residence করতে গিয়েছি তখন তারা residence করে নাই।
তারা বলে দিছে যে পাসপোর্ট এ যেভাবে আছে সেভাবে যেন ঠিক করে নেই।
এখন আমি কি renew করার সময় ঠিক করতে পারব?
এটা ঠিক করার জন্য আমাকে কি করতে হবে?
দয়া করে জানাবেন, আর যেকোনো ভুলের জন্য ক্ষমা করবেন।
সবাই ভাল থাকবেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধররেন বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। জানতে এখানে ক্লিক করুন।

One thought on “আমাকে একটু সাহায্য করুন permesso di soggiorno renew সম্পর্কে”
  1. Assalamualikum, ami RIAZ MAHMOOD SHAMIM goto 20th september 2014 te student visa nia italy te asi. akhon ami permesso di soggiorno( motiv- Studio) nia asi. agami september mas ar 19 tarik amar permesso tir meyad ses hoa jabe. apni obossoi janen italy te kaj pawa khub kothin. ami akti kaj peyesi. akhon ami amr permesso renew korbo ak e sathe ar motiv change kore LAVO. subordinato korte chai…akhon ami kivhabe ki korbo r ki ki kagoj porto lagbe ai bapar a jodi aktu poramorso den tahole khub upokrito hobo.

    apnar akti positive uttor ar opekkhay asi.

    thank you

    assalamualaikum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *