• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

অবশেষে দীর্ঘদিনের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উন্মোচিত হলো অসাধারক এক স্মার্ট ফোন ‘মটো এক্স’

Byadilzaman

Aug 8, 2013

দীর্ঘদিনের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মটোরোলা তার মটো এক্স ফোন অবমুক্ত করল। এই ফোনকে ঘিরে মটোরোলা মবিলিটির মালিক গুগল অসম্ভব রকমের প্রত্যাশা তৈরি করেছিল এবং বলা যায় গুগল খুব একটা হতাশ করেনি। মটো এক্স অন্য আর দশটা স্মার্টফোন থেকে অনেকখানি ব্যতিক্রম এর অসাধারণ ইউজার এক্সপেরিয়েন্স দেবার ক্ষমতা ও কাস্টমাইজেশন সুবিধা জন্য। তবে মটো এক্সকে কোন মতেই এলিয়েন ফোন বলা যায় না। এর কাস্টমাইজেশন সুবিধা ব্যতীত এর হার্ডওয়্যার অন্য যেকোন কোন আধুনিক স্মার্টফোনের মতোই। চলুন দেখি মটো এক্সে মটোরোলা কি কি দিয়েছে।মটো এক্সের দৈর্ঘ্য ১২৯.৩ মিমি. ও প্রস্থ ৬৫.৩ মিমি। এর ওজন ১৩০ গ্রাম। মটো এক্স প্লাস্টিকের তৈরি হলেও এর বিল্ড কোয়ালিটি অসাধারণ।

[youtube TKhsEqoh1zo?modestbranding=1&rel=0 nolink]

এর ডিজাইন করাই হয়েছে এমনভাবে যেন তা মানুষের হাতের সাথে মানানসই হয়। হাতে নিয়ে কখনোই আপনি অস্বস্তি অনুভব করবেন না। এর অসাধারণ কার্ভ,উন্নত বিল্ড কোয়ালিটি,হালকা গঠনের কারণে মটো এক্স ডিজাইনের দিক দিয়ে অন্যতম সেরা স্মার্টফোন।

মটোরলা মটো এক্সে নতুন এক্স৮ মোবাইল কম্পিউটিং সিস্টেম সংযুক্ত করেছে। এই নতুন চিপে ১.৭ গিগাহার্জের ডুয়াল কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ প্রো প্রসেসর দেয়া হয়েছে যার সাথে জিপিইউ হিসেবে অ্যাড্রেনো কোয়াড কোর ৩২০ ব্যবহার করা হয়েছে। এছাড়াও মটো এক্সে মটোরোলার নিজস্ব দুইটি বিশেষায়িত প্রসেসর ব্যবহার করা হয়েছে যার একটি ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশনের (গুগল নাও) জন্য ও আরেকটি মটো এক্সের বিভিন্ন সেন্সরের কাজ মনিটর করার জন্য ব্যবহৃত হবে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 4.2.2 জেলিবিন রয়েছে।

[youtube bakHw6kVP74?modestbranding=1&rel=0 nolink]

এটা হতাশাজনক কারণ জেলিবিনের নতুন ভার্সন গুগল এতে দেয়নি। তবে এতে মটোরোলা নতুন আকর্ষণীয় ইউআই সংযুক্ত করেছে যা আপনার মন মাতানোর জন্য যথেষ্ট।এই সেটটিতে মজার এবং ভিন্ন যে অপশনটি দেওয়া হয়েছে তাহলো গুগল নাও। মানে আপনি এখন থেকে ফোন হাতে না নিয়ে সুধে ভয়েস কম্যান্ড করে অনেক কিছু করতে পাড়বেন। যেমন মনে করুন আপনি শুয়ে আছেন এবং আপনার ফোনটি আপনার পাঁশের তেবিলে রাখা রয়েছে এখন আপনি চাচ্ছেন আপনার ফোনটিতে অ্যালার্ম সেট করবেন, এখানে এই অ্যালার্ম সেট করার জন্য কষ্ট করে বিছানা থেকে উঠে ফোন নিতে হবে না। আপনি শুয়ে শুয়েই এই কাজটি করে নিতে পাড়বেন।

[youtube NVEeGZIQhh4?modestbranding=1&rel=0 nolink]

আপনি জাস্ট কমান্ড করবেন যে, গুগল নাও ওয়েক মি আপ এট ৭ ও ক্লক, ব্যাস আপনার ফোন ঠিক ৭ তার দিকে আপনাকে উঠানোর জন্য অ্যালার্ম বাজিয়ে দিবে। যেমন মনে করেন আপনি ঠিক সেই সময় আপনার কোন বন্ধুকে কল করতে চাচ্ছেন, তাহলে আপনি জাস্ট বলবেন  গুগল নাও কুদ্দুস কে কল করো, ব্যাস আপনার ফোন  কুদ্দুসকে কল করে বসবে। এরকম আরো অনেক অনেক নিত্য নতুন অপশন নিয়ে বেড় হচ্ছে এই ফোন। এক কথায় অসাধারণ একটি স্মার্ট ফোন যা সবার মন জয় করবে বলে তাদের ধারণা।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধররেন বিজ্ঞাপন দিতে পাড়বেন। জানতে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *